পদোন্নতি হবে রাজ্য সরকারী কর্মীদের (Employee Benefit) . লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারী কর্মীদের পদোন্নতি ঘোষণা করা হল। সরকারী চাকরি করলেও নিজের দক্ষতা ও অভিজ্ঞতা এবং পরিশ্রম করে সকলেই নিজেদের আশা করে থাকেন। পদোন্নতির দ্বারা মানুষের তার কাজের প্রতি আগ্রহ বাড়ে কাজের ইচ্ছা আরও প্রকট হয়। কিন্তু পশ্চিমবঙ্গের কর্মীদের পদোন্নতির বিষয়টি বহুদিন ধরেই জটিল হয়ে ছিল।
Government Employee Benefit
কোনো ভাবেই তাদের পদোন্নতি করা হচ্ছিল না। তাই লোকসভা ভোটের আগে পদোন্নতির এক বিরাট সুযোগ দিল রাজ্জ্য সরকার। কর্মচারী ও প্রশাসনিক সংস্কার মন্ত্রক হল পশ্চিমবঙ্গ সরকারের একটি মন্ত্রক। সাম্প্রতিককালে কর্মচারী ও প্রশাসনিক সংস্কার মন্ত্রকের একটি বিশেষ ঘোষণার ফলে রাজ্য সরকারী কর্মীদের মনে আনন্দের মেজাজ (Employee Benefit) .
তারা এমনি একটি বিবৃতি জারি করেছে যার ফলেরাজ্য সরকারী কর্মীদের মুখে হাসি ফুটেছে। যেখানে আগে বছরের পর বছর কাজ করার পরও পদোন্নতি হত না সেখানে এখন থেকে 2 বছর উপ সচিব পদে দায়িত্ত পালন করলেই তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি করে দেওয়া হবে। ঠিক তেমন ভাবেই কেউ 2 বছর যুগ্ম সচিব পদে দায়িত্ব পালন করতে পারলেই তাকে সচিব পদে পদোন্নতি করে দেওয়া হবে (Employee Benefit).
সচিব, উপসচিব, যুগ্মসচিব সব মিলিয়ে মোট 92 টি পদ তৈরি করা হয়েছে এই পদোন্নতির জন্য যাতে নিচু তলার কর্মীরা পদোন্নতির মাধ্যমে উঁচুতলায় স্থানান্তরিত হতে পারে (Employee Benefit). এই পদ তৈরি করার একমাত্র কারন হল মানুষ যদি কোনো পরীক্ষা দিয়ে ডিরেক্টরেটে বা আঞ্চলিক কার্যালয়ে নিযুক্ত হয় তবে তাদের পদোন্নতির প্রক্রিয়া এতটাই ধীর পদ্ধতিতে হয় এবং এতো সময় সাপেক্ষ যার ফলে কর্মচারীদের মধ্যে বিক্ষোভের সৃষ্টি হচ্ছে।
সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্যের সচিবালয়ে কর্মরত চাকরি প্রার্থীদের তুলনামূলক ভাবে দ্রুততার সঙ্গে পদন্নোতি হয়। এর ফলে আয়েরও বৈষম্য তৈরি হচ্ছে। অবশেষে 2024 লোকসভা ভোটের আগে রাজ্যের সরকারী চাকুরিজীবীদের বহু দিনের প্রত্যাশিত আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে (Employee Benefit).
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বেতনবৃদ্ধি ও প্রমোশন নিয়ে বিরাট সুখবর।
এই বছরেই রাজ্যে মহার্ঘ ভাতার পরিমাণ বৃদ্ধি করা হল। সাথে সিভিক ভলেন্টিয়ারদের পদন্নোতি স্থায়ী চাকরীর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্যারা টিচারদের বেতন বৃদ্ধি নিয়ে কেন্দ্র ও রাজ্জ্যের মধ্যে দ্বন্দ্ব লেগেই ছিল সেই দ্বন্দ্ব মিটিয়ে প্যারা টিচারদের বেতন বৃদ্ধি করা হল। তৃণমূল কংগ্রেসের মতে তারা এভাবেই জন সাধারণের দাবী পূরণের মাধ্যমে সর্বদা মা, মাটি, মানুষের পাশে থাকবেন।