Employee Benefits – সরকারী কর্মীদের জন্য খুশির খবর! এককালীন 35 হাজার টাকা পাবেন তারা।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরো একটি বড় উদ্যোগ (Employee Benefits ). লোকসভা ভোটের আগে রাজ্য থেকে কেন্দ্র সরকার প্রত্যেকেরই ব্যাপক তোড়জোড়। কেন্দ্রে DA বাড়িয়ে করা হয়েছে ৫০ শতাংশ। এছাড়া আরো ৬ টি ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে। এবার সকলে চমকে দিয়ে আরো একটি ঘোষণা করা হলো। এককালীন পাবেন থোক অনেকটা টাকা। টাকার পরিমাণ দেওয়া হবে অনেকটাই।

Employee Benefits Hike Medical Treatment Cost

কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য যে কমিশন আছে তাদের তত্ত্বাবধানেই এই প্রকল্প গৃহীত হয়েছে। তার জন্য ৯ জন সদস্যের একটি সভা বা কমিটি গঠন করা হয়েছে। তাদের কথা অনুযায়ী এমন কোনো কর্মচারী যাদের ফুসফুস এবং হৃদ জনিত কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সরকার টাকা দেবে (Employee Benefits ).

DA ছাড়াও আরও 6টি ভাতা বাড়লো, সরকারি কর্মীদের জন্য নতুন বছরে নতুন চমক।

যদি কন্ডিশন এমন হয় যে ব্যক্তির ফুসফুস ও হার্ট প্রতিস্থাপন করতে হয় তাহলেও সেই খরচ সম্পূর্ণ বহন করবে সরকার। ফুসফুসের ক্ষেত্রে এই টাকার পরিমাণ ২৫ লাখ টাকা এবং হার্ট প্রতিস্থাপনের ক্ষেত্রে এই টাকার পরিমাণ ১৫ লাখ টাকা। তবে কোনো ক্রমে যদি এমন ঘটনা ঘটে যে দুটোই এক সাথে প্রতিস্থাপন করতে হবে তাহলে ৩৫ লাখ টাকা একসঙ্গে দেওয়া হবে। এমনটাই কমিটির তরফ থেকে সিদ্ধানো দেওয়া হয়।

Dearness Allowance

বর্তমানে কমিটির এমন সিদ্ধান্ত নেওয়ার অন্যতম কারণ চিকিৎসার মূল্য বৃদ্ধি পাওয়া। কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসর প্রাপ্ত কর্মীরা বর্তমানে ফুসফুসের জন্য ১১.৫০ লাখ টাকা এবং হার্টের জন্য ৭.৯০ লক টাকা পেয়ে থাকেন। মোট টাকার পরিমাণ ১৮ লাখ টাকা। এমন সিদ্ধান্ত গ্রহণ করা হলেও টা বাস্তবে রূপান্তরিত হয় হয়নি।

এই সিদ্ধান্ত পেশ করা হয়েছে অর্থ মন্ত্রকের কাছে। তাদের সম্মতি প্রাপ্তির পর এই প্রকল্প বাস্তবায়িত হবে। সাথে স্বাস্থ্য মন্ত্রকের কাছেও পেশ করা হয়েছে এই রিপোর্ট। পুরোপুরি তাদের সিদ্ধান্তের ওপর এখন এই প্রকল্পটি নির্ভর করে রয়েছে। আশা করা যাচ্ছে অর্থ এবং স্বাস্থ্য দপ্তর এই উদ্ধগকে পরিপক্কতা দেবে কারন দিন দিন যে হারে হার্ট এবং ফুসফুসের সমস্যা মানুষের মধ্যে দেখা দিচ্ছে তাতে প্রায় বেশিরভাগ মানুষকেই ভুগতে হচ্ছে (Employee Benefits ).

ভোটের মুখে ফের সরকারি কর্মচারীদের DA বাড়লেও বকেয়া ঢের বাকি। বিজ্ঞপ্তি দেখে নিন।

অবসর প্রাপ্তির পর এই রোগ সারানোর জন্যও আত টাকা জোগাড় করাও সমস্যার। তাই বাকি সমস্ত কিছুতে কেন্দ্রের সহায়তা পাওয়ার পাশাপাশি এই সমস্যাটিও কেন্দ্র খতিয়ে দেখবে এমন তাই কাম্য।

Leave a Comment