Employee Benefits – DA ছাড়াও আরও 6টি ভাতা বাড়লো, সরকারি কর্মীদের জন্য নতুন বছরে নতুন চমক।

DA ছাড়াও কেন্দ্র সরকারের তরফ থেকে বাড়ানো হয়ে আরও 6 টি ভাতা। সরকারী কর্মচারীদের বা Employee Benefits ভাতা প্রদান করা হয় যাতে তারা তাদের দৈনন্দিন জীবন যাপনে আরও স্বাচ্ছন্দ্য বোধ করে। সরকারী কর্মীরা একাধিক ভাতা বা অ্যালাউন্স পেয়ে থাকেন। যেমন – হাউস রেন্ট অ্যালাউন্স, এডুকেশন অ্যালাউন্স, ট্র্যাভেলিং অ্যালাউন্স, ফুড অ্যালাউন্স, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স সহ আরও একাধিক অ্যালাউন্স।

Employee Benefits Increase Other 6 Allowances

এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অ্যালাউন্স হল ডিয়ারনেস অ্যালাউন্স। যা বেসিক স্যালারির ওপর একটি নির্দিষ্ট শতাংশে কর্মচারীদের দেওয়া হয়। রাজ্য কর্মচারীরা বা Employee Benefits এই গুরুত্বপূর্ণ অ্যালাউন্সটি নিয়ে প্রায় অনেক দিন ধরেই আন্দলন করছিলেন। নতুন বাজেটে এই মহার্ঘ ভাতার পরিমাণ ১০ শতাংশ বাড়ানো হয়। যা একটি নূন্যতম শতাংশ।

এই পরিমাণ ডিএ কিছুতেই মেনে নিতে পারছিলেন না রাজ্য সরকারী কর্মচারীরা। তাই তারা আবার আন্দোলনের পথ বেছে নেয় এবং শেষে মোট ১৪ শতাংশ ডিএ বাড়ানো হয়। সেখানে কেন্দ্রীয় কর্মচারীদের বা Employee Benefits ডিএ আরও বৃদ্ধি পেয়ে দাঁড়ালো ৫০ শতাংশ। কেন্দ্রের সাথে রাজ্যের ডিএর এই পরিমাণ ফারাক দেখে ক্ষুব্ধ কর্মচারীরা। এবার ডিএ ছাড়াও আরও ৬ টি ভাতার টাকা বাড়ানো হল। জানা যাক কী সেই ভাতা গুলি।

  • শিক্ষার জন্যও ভাতা
  • প্রতিবন্ধী শিশু যত্ন ভাতা
  • নাইট ডিউটি ভাতা
  • পার্লামেন্ট সম্পর্কিত ভাতা
  • ওভার টাইম ভাতা
  • ঝুঁকিপূর্ণ কাজের জন্য ভাতা

শিক্ষার জন্যও ভাতা

সরকারী কর্মচারীদের বা Employee Benefits ছেলে বা মেয়েদের পড়াশোনার খরচা বাবদ এই ভাতাটি সরকারের তরফ থেকে প্রদান করা হয়ে থাকে। ম্যাক্সিমাম দুটি সন্তানের জন্য আপনারা এই ভাতা পাবেন। আগে প্রত্যেক সন্তান অনুযায়ী আপনারা শিক্ষার ভাতা ২২৫০ টাকা করে পেতেন। যা এখন আরও ৪৫০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৫০ টাকা। শিক্ষাদানের ক্ষেত্রে এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ স্টেপ।

প্রতিবন্ধী শিশু যত্ন ভাতা

কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত কোনো সরকারী চাকুরী জীবীর সন্তান যদি প্রতিবন্ধকতার স্বীকার হয়ে থাকে তবে সে তার জন্মের পর থেকে ২ বছর বয়স পর্যন্ত একটি ভাতা পাবে। যে ভাতার পরিমাণ প্রত্যেক মাসে ৩ হাজার টাকা করে।

নাইট ডিউটি ভাতা

অনেক কর্মচারী আছেন যাদের প্রায় বেশিরভাগ দিনই রাতে ঘুম হয়না। রাতে সতর্কতার সাথে সজাগ থেকে তাদের সার্ভিস দিতে হয়। আমরা সকলেই জানি রাতে এক মুহূর্ত না ঘুমিয়ে সজাগ থাকা কতটা পরিশ্রমী কাজ, এর ফলে স্বাস্থেরও বেশ ক্ষতি হয়। এক্ষেত্রে এই সব কর্মচারীদের ভাতার পরিমাণও বৃদ্ধি করা হল।

রাজ্য সরকারী কর্মীদের বেতন ও DA বৃদ্ধি, সাথে থাকছে মেডিক্যাল বেনিফিটস।

পার্লামেন্ট সম্পর্কিত ভাতা

সরকারি নিয়ম অনুযায়ী পার্লামেন্টের কাজের সাথে যুক্ত যে সকল কর্মী রয়েছে তাদের ভাতা ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। এতদিন ১৫০০ টাকা পেতেন এখন থেকে ২,২৫০ টাকা করে পাবেন।

Summer Vacation - ( গরমের ছুটি)

ওভার টাইম ভাতা

প্রচুর কর্মচারী এক্সট্রা ইনকামের জন্যও ওভারটাইম করে। অনেক সময় পার্শ্ব কর্মচারীর অসুস্থতায় বা সমস্যাজনিত কারনেও ওভারটাইম করতে হয়। প্রত্যেকটা ওয়ার্ক ফিল্ডে ওভারটাইমের জন্য অতিরিক্ত টাকা প্রদান করা হয়। সরকারী কাজের ক্ষেত্রেও এর ব্যাতক্রম কিছুনা। বরং এই ভাতার পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হল।

DA ছাড়াও আরও 6 টি ভাতা বৃদ্ধি পেলো। বাংলার নতুন বছরে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষনা।

ঝুঁকিপূর্ণ কাজের জন্য ভাতা

যে সকল ঝুঁকিপূর্ণ জনিত কাজ আছে তার জন্যও অ্যালাউন্সের পরিমাণ যা ছিল তার থেকে আরও বেশ ভালো পরিমাণ ভাতা বাড়ানো হল।

Leave a Comment