FCI Recruitment – খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ 2024. শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই চাকরি। অনলাইনে এইভাবে আবেদন করুন

পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার তথা চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর এ বছর অর্থাৎ 2024 সালে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় থাকছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল এবং সফটওয়্যার ডেভলপার পদে কাজের সুযোগ। মাসিক বেতন 40,000 টাকা থেকে শুরু। আগ্রহী প্রার্থীরা দ্রুত অনলাইনে আবেদন করতে পারেন। বিস্তারিত দেখে নেয়া যাক।

FCI Recruitment 2024

  • পদের নাম: ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, সফটওয়্যার ডেভলপার
  • মোট শূন্যপদ: 5টি
  • বেতন: সর্বোচ্চ 40,000/মাস
  • আবেদন শুরুর তারিখ: 1 অক্টোবর 2024
  • আবেদনের শেষ তারিখ: 24 অক্টোবর 2024
  • আবেদন পদ্ধতি: অনলাইনে

যে সকল পদে নিয়োগ

রাজ্যের খাদ্য দপ্তরের যে সকল পদে নিয়োগ করা হবে, সেক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং সফটওয়্যার পদ্ধতির ব্যবহার করেই কাজ করতে হবে। সেক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জন্য একটি বড় সুযোগ। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, সফটওয়্যার ডেভলপার পদে হবে এবারে কোন পদের জন্য কি ধরণের শিক্ষাগত যোগ্যতা দরকার হবে, তা জেনে নেয়া যাক।

  • ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর: MCA, B.Sc/B.E (কম্পিউটার সায়েন্স) ডিগ্রী সহ 5 বছরের অভিজ্ঞতা।
  • সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল: B.E/B.Tech ডিগ্রী (কম্পিউটার সায়েন্স)।
  • সফটওয়্যার ডেভলপার: MCA, B.Sc/B.E ডিগ্রী সহ 1 বছরের অভিজ্ঞতা।

আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন গ্রহণ শুরুঃ 01 অক্টোবর, 2024
  • আবেদন শেষ হবার তারিখঃ 24 অক্টোবর, 2024

আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর এর চাকরির জন্য আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখে নেয়া যাক।
1. খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Apply Now” অপশনে ক্লিক করুন।
2. নিজের মোবাইল নাম্বার দিয়ে “ওটিপি ভেরিফিকেশন” সম্পন্ন করুন।
3. ব্যক্তিগত তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
4. এভাবে আপনার আবেদন সম্পন্ন করে নিন।

বেতন কাঠামো

  • ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর: এই পদের জন্য 40,000 টাকা মাসিক বেতন রয়েছে।
  • সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল: এক্ষেত্রে 33,000 টাকা মাসিক বেতন রাখা হয়েছে।
  • সফটওয়্যার ডেভলপার: এই পদের কাজের জন্য 21,000 টাকা বেতন রয়েছে।

বয়সসীমা

যেকোন চাকরির ক্ষেত্রেই নির্দিষ্ট একটি বয়সসীমা উল্লেখ করা থাকে। এক্ষেত্রে এই 3টি পদের ক্ষেত্রে কোনটিতে কি বয়সসীমা রাখা হয়েছে, তা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন। আরও জানতে ক্লিক করুন এখানেই।

বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে TCS, এখুনি দেখুন বিস্তারিত।

নিয়োগ প্রক্রিয়া

চাকরিপ্রার্থীদের অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবার পরে এই প্রক্রিয়া শুরু হবে। এক্ষেত্রে প্রথমেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিক মেধাতালিকা তৈরি করা হবে। এরপর লিখিত ও কোডিং টেস্টের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন পর্বে চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হবে। এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো যে, আবেদনকারীদের সংখ্যার ওপরে ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়ার নিয়মে বদল আনা হতে পারে।