Food SI – বাতিল হবে কি খাদ্যদপ্তরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা? পরীক্ষার্থীদের চিন্তার অবসান।

Food SI এর পরীক্ষা নিয়ে বড় বিক্ষোভ। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ফুড সাব ইন্সপেক্টরের পদে নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করা হয়েছিল। বহু দিন প্রতীক্ষার পর 2024 সালে লোকসভা ভোটের আগের ফুড সাব ইন্সপেক্টরের এই পরীক্ষা নেওয়া হয়। মোট 2 টি পদ্ধতিতে যোগ্য প্রার্থীদের এই পদের জন্য নির্বাচন করার কথা ছিল।

Food SI Exam Update

প্রথমটি হল লিখিত পরীক্ষার মাধ্যমে এবং যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের পার্সন্যালিটি চেকের মাধ্যমে। প্রায় 13 লাখ পরীক্ষার্থী 480 টি শূন্যপদের জন্য লিখিত পরীক্ষায় বসে। তারা সকলে আশা করেছিলেন এতদিন পরে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে যেখানে এতো সংখ্যক পরীক্ষার্থী সেখানে এই বারের পরীক্ষার প্রশ্নপত্র তুলনামূলক ভাবে কঠিন করা হবে।

ভোটের মুখে সরকারি কর্মীদের সুখবর। বেতন ও বাড়লো, সম্মান ও বাড়লো।

এই মানসিকতা রাখার পরও এত সংখ্যক পরীক্ষার্থী শুধুমাত্র এই কটি সিটে চান্স পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করার পর পরীক্ষায় বসে। সেখানে পরীক্ষা চলাকালীনই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। সরকারী চাকরির পরীক্ষা, যেখানে থাকে অত্যাধিক সিকিউরিটি তারপরেও পরীক্ষার প্রশ্নপত্র কীভাবে ফাঁস হয়? এই নিয়ে পরীক্ষা শেষেই ভেঙ্গে পরেন চাকরি প্রার্থীরা।

তাদের এতদিনের কষ্টই জেনো বৃথা এমনটাই মনে হতে থাকে তাদের। কোনো কোনো সময় পরীক্ষার প্রস্তুতির পর হচ্ছে পরীক্ষা বাতিলের ঘোষণা তো কোনো সময় প্রশ্নপত্র ফাঁস। এভাবেই ধীরে ধীরে ভেঙ্গে যাচ্ছে লাখ লাখ পরীক্ষার্থীর মনোবল। যারা শুধু মেধার মাধ্যমে সমাজের উঁচু স্তরে তাদের জায়গা করতে চেয়েছিলেন, একটি সুষম জীবনযাপনের আশা করেছিলেন।

food si recruitment - ( ফুড সাব ইন্সপেক্টর কর্মী নিয়োগ)

16 এবং 17 তারিখ Food SI পরীক্ষা নেওয়ার পর পরীক্ষা শেষের পরই চাকরিপ্রার্থীরা ফের পরীক্ষা নেওয়ার দাবী প্রকাশ করে। তারা জানান ফুড সাব ইন্সপেক্টরের পদের জন্য নেওয়া এই পরীক্ষায় দুর্নীতি করা হয়েছে সুতরাং পরীক্ষাটি জেনো বাতিল ঘোষণা করা হয়। এরপর তারা 19 এবং 20 মার্চ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের সামনে অবরোধ সৃষ্টি করেন।

পাবলিক সার্ভিস কমিশন জানান যে তারাও এই Food SI প্রশ্নপত্র দুর্নীতির কথা জানতে পারেন এবং এই বলে তারা অভিযোগকারীদের অভিযোগ মেনে নেন। তবে তাদের কথা অনুযায়ী সমস্ত জেলা থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হইনি। তাই তারা এই বিষয়ে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত গ্রহনে সক্ষম হচ্ছেন না ।

ফুড এস আই পরীক্ষা নিয়ে বড় আপডেট! মহা টেনশনে লাখ লাখ চাকরিপ্রার্থী। পরীক্ষা কী আবার হবে?

যদি সমস্ত জেলার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় তবে তারা মিটিঙয়ের মাধ্যমে এই একটি সমাধান বের করবেন এবং দ্বিতীয় কোনো Food SI পরীক্ষা নেওয়া হবে কিনা তা জানিয়ে দেবেন। চড়া দামে বিক্রি হওয়া এই প্রশ্নপত্রের বিরুদ্ধে কী স্টেপ নেওয়া হবে তার কোনো আভাস পাওয়া যাইনি। তবে শীঘ্রই এর একটা বিহিত হবে আশা করা যাচ্ছে।

Leave a Comment