একজন ব্যক্তি রাজ্যের কোন জায়গার বাসিন্দা তা জানার ক্ষেত্রে তাঁর Residential Certificate অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সেই ব্যক্তির স্থায়ী বাসস্থানের ঠিকানা নির্দেশ করে। এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ব্যক্তির পরিচয়পত্রের মতো একটি প্রয়োজনীয় ডকুমেন্টসও বটে। বর্তমানে সরকার স্থায়ী বাসস্থান সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটকে অত্যন্ত প্রয়োজনীয় নথি হিসেবে বাধ্যতামূলক করেছে। বিভিন্ন প্রকল্পে আবেদনের ক্ষেত্রেও এই সার্টিফিকেট জমা দিতে হয়।
Free Residential Certificate Download at Home
কোনো এক ব্যক্তি কোন অঞ্চলের বাসিন্দা তা জানতে এই Residential Certificate সাহায্য করে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার কাছেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকা জরুরি। এখন প্রশ্ন হলো, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট ডাউনলোড করা যাবে কিভাবে? আজ এই প্রতিবেদনে আপনাদের জানাবো কিভাবে ঘরে বসেই অনলাইনে আপনি Residential Certificate ডাউনলোড করে নিতে পারবেন। তা জানতে হলে মন দিয়ে পড়ে ফেলুন প্রতিবেদনটি।
কিভাবে ডাউনলোড করবেন?
পশ্চিমবঙ্গের যে কোনো স্থায়ী বাসিন্দা অনলাইনে Residential Certificate এর জন্য আবেদন জমা করতে পারবেন। খুব সহজে মোবাইলের সাহায্যে এই আবেদন জমা করা যায়। আবেদন জানানোর জন্য যে পোর্টালে আবেদন করতে হবে সেটি হল (https://edistrict.wb.gov.in/).
ডাউনলোডের পদ্ধতি
(A) অনলাইন মাধ্যমে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডাউনলোড করতে প্রথমে ই-ডিস্ট্রিক্ট অফিসিয়াল পোর্টালে ভিজিট করবেন।
(B) এরপর এই পোর্টালে নাম, মোবাইল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করবেন।
(C) অনলাইন পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশনের সময় একটি ইউজার আইডি তৈরি করতে হবে।
(D) রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই ইউজার আইডি ও ইমেল আইডি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সময় স্ক্রিনে দেওয়া ক্যাপচা কোডটি লিখবেন ও সাইন আপ অপশনে ক্লিক করবেন।
(E) এরপর নিজের রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এই ওটিপিটি পেজে পূরণ করবেন ও সাবমিট অপশনে ক্লিক করবেন।
বিনা পুঁজিতে ঘরে বসেই শুরু করুন এই ব্যবসা! মাসে আয় হবে 50000/- টাকা।
(F) এরপর স্ক্রিনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবেন। এটি যথাযথভাবে পূরণ করবেন। সবকটি ডকুমেন্ট সঙ্গে যুক্ত করবেন। ডকুমেন্টগুলি ফাইল আকারে আপলোড করতে হবে। এরপর সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা দেখে নিয়ে ফাইনাল ফাইল টি সাবমিট করতে হবে।
(G) এরপর একটি নম্বর পাবেন আপনি। যা দিয়ে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি পরে গিয়ে ডাউনলোড করা যাবে। তবে মনে রাখবেন, আপনি অনলাইনে আবেদন জানানোর পর আপনাকে বিডিওর ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। তারপর আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস
Residential Certificate এ আবেদন জানাতে যে যে ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হল-
(A) ভোটার কার্ড
(B) আধার কার্ড
(C) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
(D) পাসপোর্ট সাইজের ফটো
(E) রেশন কার্ড
(F) জন্ম প্রমাণপত্র, ইত্যাদি।
Written by Arshi Chakraborty.