যতদিন যাচ্ছে প্রত্যেক মানুষেরা নগদের ব্যবহার কম করে SBI Credit Card বা ক্রেডিট কার্ড এর দিকে অগ্রসর হচ্ছে। কারণ এই সকল কার্ডের মাধ্যমে এককালীন সকলে নির্দিষ্ট পরিমাণ লাইন অফ ক্রেডিট পেয়ে যায় মানে ৫০ হাজার থেকে শুরু করে ১০ লক্ষ টাকা পর্যন্ত মাসিক লিমিট সকলকে দেওয়া হয়ে থাকে এবং গ্রাহকেরা এই টাকার মধ্যে নিজেদের ইচ্ছে ও পছন্দ অনুসারে জিনিসপত্র কিনতে পারে। শুধুমাত্র কেনাকাটি নয় আরও অনেক ধরণের কাজের ক্ষেত্রে এই কার্ড ব্যবহার করা যায়।
SBI Credit Card Benefits And Offers.
এক পরিসংখ্যান অনুসারে আমাদের দেশে বর্তমানে প্রায় ৭ কোটি ৭০ লক্ষের বেশি ক্রেডিট কার্ড (Credit Card) চালু রয়েছে এবং এই সংখ্যা প্রতিদিন অন্তর বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র ক্রেডিট নয় আপনারা এই কার্ডের মাধ্যমে অনলাইন ও অফলাইন সকল ধরণের অফার পাবেন এবং এই কার্ডের মাধ্যমে আপনারা কোন জিনিস কিনলে এককালীন ভালো অঙ্কের ডিসকাউণ্ট পেতে পারবেন। আজকে আমরা SBI Credit Card এর কিছু ভেরিয়েণ্ট সম্পর্কে জেনে নিতে চলেছি।
SBI Credit Card এর মধ্যে সেরা ক্রেডিট কার্ড
১) IRCTC SBI Rupay Credit Card
যেই সকল মানুষেরা নিয়মিত রেলের (Indian Railway) মাধ্যমে যাওয়া আসা করেন সেই সকল মানুষদের জন্য এই কার্ডটি SBI ও IRCTC এর মাধ্যমে নিয়ে আসা হয়েছে। আবেদনের জন্য ৫০০ ও বার্ষিক ৩০০ টাকা ও ১৮% জিএসটি লাগবে এই কার্ড নেওয়ার জন্য। এর মাধ্যমে আপনারা ৫০০ টাকার কেনাকাটা করলে ৩৫০ পয়েন্ট দেওয়া হবে। IRCTC এর ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে আপনারা টিকিট কাটলে ছাড় পাবেন।
২) BPCL SBI Credit Card
BPCL (Bharat Petroleum Corporation Limited) ও ষ্টেট ব্যাংকের তরফে এই SBI Credit Card নিয়ে আসা হয়েছে। এই কার্ডের বিশেষ সুবিধা হল পেট্রোল ও ডিজেল কেনার সময় আপনারা পুরস্কার মুল্য হিসাবে টাকা ফেরত পাবেন। সর্বচ্চো আপনারা ৪ হাজার টাকা লেনদেনে ১% জ্বালানির খরচ ফেরত পাবেন। আপনারা যতবার ইচ্ছে ততবারই এই ক্যাশব্যাক পাবেন। এই কার্ডের জন্য সকলকে ৪৯৯ ও জিএসটি জমা করতে হবে।
৩) SBI Simply SAVE Credit Card
প্রথমবারের জন্য যদি কেউ এই ক্রেডিট কার্ড এর জন্য আবেদন করেন তাহলে তাদের জন্য এই কার্ডটি সব চেয়ে ভালো। প্রথম ৬০ দিনের মধ্যে যদি আপনারা ২ হাজার টাকা খরচা করেন তাহলে আপনারা ২ হাজার পয়েন্ট পাবেন। ৩ হাজার টাকার যে কোনো জ্বালানি কিনলে ১% ছাড় পাবেন এবং এই সকল পয়েন্ট আপনারা ভবিষ্যতে কোন কেনাকাটির জন্য ব্যবহার করতে পারবেন।
Travel Insurance – ঘুরতে যাওয়ার আগে ভ্রমণ বীমা করানো বাধ্যতামূলক কেন?