গ্রাম পঞ্চায়েতে বা Gram Panchayat কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে। সেই নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে উত্তেজনার শেষ নেই। চাকরি প্রার্থীরা যেমনি দীর্ঘদিন একটি চাকরির জন্য বহুদিন ধরে অপেক্ষা করে থাকে ঠিক তেমনি একটি চাকরির বিজ্ঞপ্তি পেলে তাদের প্রস্তুতি আরও বেরে যায়। রাজ্যের তরফ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে শূন্য পদের সংখ্যা অনেক।
Gram Panchayat Exam Preparation
মোট শূন্যপদ ৭,২১৬টি। পদের জন্য আবেদন গ্রহণ করা হলেও কবে পরীক্ষা নেওয়া হবে তার তারিখ কিন্তু এখনও ঘোষণা করা হইনি। অনুমান করা হচ্ছে পঞ্চায়েতের পরীক্ষা খুব বেশি দেরি নেই আর। যে সকল পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে (Gram Panchayat).
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা পরীক্ষার প্রস্তুতির সমস্ত কিছু জানাব যার মাধ্যমে আপনারা খুব সহজেই পরীক্ষাটি ক্র্যাক করতে পারবেন। এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের মোট ১০০ নম্বরের তিনটি পরীক্ষা দিতে হবে। প্রথমে প্রার্থীদের ৮৫ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর ৫ নম্বরের কম্পিউটার টেস্ট দিতে হবে এবং সবশেষে ১০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে (Gram Panchayat).
লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকবে বাংলা, ইংরেজি, অংক আর GK থেকে। যেখানে তিনটি বিষয়ের পরীক্ষার হবে 25 করে এবং সাধারন জ্ঞানের ওপর শুধুমাত্র ১০ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। এই সকল বিষয় গুলোকে খুব ভালো করে পড়তে হবে প্রার্থীদের। এক একটি পদে আবেদনের জন্য সেই পদ অনুযায়ী আলাদা কিছু সাবজেক্ট ও লাগবে (Gram Panchayat).
তবে বেশিরভাগ পদের জন্যই এই চারটি সাবজেক্ট মাস্ট। প্রার্থীরা এতদিন ধরে নিজেদের মতো করে প্রস্তুতি নিয়েছে। কেউ বা বাইরে নামী দামি কোনো কোচিং সেন্টার থেকে হাজার হাজার টাকার বিনিময়ে কোচিং নিয়েছে। কেউ বা স্থানীয় কোনো টিচারের কাছ থেকে কোচিং নিয়েছেন। তবে যে ভাবেই আপনি কোচিং নিয়ে থাকেন না কেনো সেলফ স্টাডি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রতিদিন আপনাকে প্যাক্টিসের মধ্যে থাকতে হবে কারন প্র্যাক্টিসিই এমন একটা বিষয় যা আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে। সাথে কারেন্ট অ্যাফেয়ারস গুলি অনবরত দেখতে হবে। নতুন করে এখন আর তেমন কিছু শেখার নেই, আর শিখলেও দিনের কমপক্ষে ২ ঘণ্টা আপনাকে রিভিশনের জন্য অবশ্যই রাখতে হবে।
বাড়ি বসে নিজের মোবাইলেই করে ফেলুন
একটি বই অনুসরণ করলে চলবেনা। একাধিক বই ধরে ঘুরিয়ে ফিরিয়ে প্র্যাক্টিস করতে হবে। কোনো কিছু ভুলে গেলে ইউ টিউব দেখে নিতে পারেন বা ইউ টিউব থেকে রেগুলার ক্লাসও করতে পারেন। সাথে আমাদের তরফ থেকে অর্থাৎ আমাদের ওয়েবসাইটেও প্রচুর প্র্যাক্টিস সেট দেওয়া হয়েছে। বাছাই করা সেট যার দ্বারা আপনারা সহজেই ক্র্যাক করতে পারবেন সেইগুলিও অবশ্যই দেখতে ভুলবেন না।