ফের রাজ্য সরকারের তরফ থেকে ভোটের আগে আবারও একটি Group D Recruitment এর বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের সকল বেকারদের জন্য এটি একটি সুখবর। রাজ্য সরকার এই বছর একের পর এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। যার মধ্যে আজকের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি অন্যতম। রাজ্যের জেলা পরিষদে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে।
District Group D Recruitment
পুরুষ ও মহিলা দুই রাজ্যের যেকোনো জেলা থেকে গ্রুপ ডির এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। ভোটের আগে রাজ্য সরকারের এতগুলি Group D Recruitment এর সুযোগকে কিন্তু কোনোভাবেই হাতছাড়া করলে চলবেনা। ইচ্ছুক প্রার্থীরা খুব শীঘ্রই আবেদন করুন। জেলা পরিষদের গ্রুপ ডির এই পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন প্রভৃতি পুঙ্খানুপুঙ্খ ভাবে আজকের প্রতিবেদনে দেখে নিন।
দেশজুড়ে 25 হাজার শূন্যপদে অগ্নিবীর নিয়োগ। প্রতিমাসে বেতন 30 হাজার টাকা।
- পদের নাম ও বেতন
- বয়সসীমা
- শিক্ষাগত যোগ্যতা
- পরীক্ষার সিলেবাস ও নিয়োগ পদ্ধতি
- আবেদন পদ্ধতি
পদের নাম ও বেতন
এক্ষেত্রে গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগ করা হবে। উপযুক্তভাবে প্রার্থীকে পরীক্ষা নিরীক্ষা করার পর উপযুক্ত প্রার্থীকে জেলা পরিষদের এই গ্রুপ ডি পদের জন্য নেওয়া হবে। আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে Group D Recruitment এর এই পদে যোগদান করেন তবে আপনার মাসিক বেতন থাকবে 17000 টাকা থেকে 43600 টাকার মধ্যে। মাসিক এই বেতনটি একটি ভালো অংকের বেতন হিসাবে গণ্য করা হচ্ছে।
বয়সসীমা
WB Panchayat Bodies (Group D Employees ZP (2024-2025) নিয়োগ সংস্থা থেকে এই পদে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদনকারী ব্যাক্তিদের বয়সসীমা থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তবে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এই সকল উপজাতিদের নিয়োগের ক্ষেত্রে বয়সের বিশেষ ছাড় আছে যা আপনার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট গ্রুপ ডির এই পদতিতে আবেদনের জন্য প্রার্থীদের নুনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে। এর পাশাপাশি চাকরিপ্রার্থীদের বাংলা ভাষায় দক্ষ হতে হবে। তাদেরকে বাংলা ভাষা পড়তে ও লিখতে জানতে হবে। তবে যেকোনো সম্প্রদায়ের মানুষই এই পদের জন্য আবেদন জানাতে পারেন শুধু বাংলায় দক্ষতা থাকলেই হল।
পরীক্ষার সিলেবাস
প্রথমে লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউ দুটি পদ্ধতিতে কর্মীদের নিয়োগ করা হবে। 43 মার্কসের লিখিত পরীক্ষা নেওয়া হবে। যেখানে বাংলায় থাকবে 13, ইংরাজিতে থাকবে 10, পাটিগণিতে থাকে 10 এবং জেনারেল নলেজে থাকবে 10. সব কটিই থাকবে MCQ. রচনাধর্মী কোনো প্রশ্ন থাকবেনা। বাকি 7 নাম্বারের ইন্টারভিউ নেওয়া হবে। মোট পরীক্ষা থাকছে 50 নাম্বারের।
আবেদন পদ্ধতি
১) প্রথমে এর অফিশিয়াল ওয়েবসাইট wbprms.in গিয়ে রেগিস্ট্রেশন পূরণ করুন।
২) তারপর ফর্মফিল করে ফেলতে হবে।
৩) ফর্মটির প্রিন্ট আউট বার করে খামে ভরে ডকুমেন্টেস সহ নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।