Home Loan – HDFC তে অ্যাকাউন্ট থাকলেই পাবেন সব চেয়ে কম সুদে হোম লোন।

মনের মতো বাড়ি সবারই একটি আশা (Home Loan). দিন শেসে সবাই তার নিজের বাড়িতেই থাকতে পছন্দ করেন। তাই যাদের বাড়ি নেই তারা অনেকেই বাড়ি করার পরিকল্পনা করছেন। কিন্তু বাড়ি করার জন্য প্রয়োজন অনেক টাকার , একসাথে এতোগুলো টাকা সবার কাছে না থাকাটাও স্বাভাবিক। তাই সবাই হোম লোন নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে হোম লোন নেবেন তা ঠিক করতে পারেন না কারন লোনের অপর সুদ এক এক ব্যাংকে এক এক রকম।

HDFC Home Loan Rate of Interest Emi

আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নেব কোন ব্যাংক থেকে আপনারা কোন সুদে Home Loan পেতে পারেন। আজ আমরা এমনই একটি ব্যাংকের নাম বলবো সেই ব্যাংকটি হল HDFC ব্যাংক। HDFC ব্যাংক থেকে হোম লোন পেতে এখন আপনাকে ব্যাংকে যাওয়ারও প্রয়োজন নেই। হোয়াটস অ্যাপের মাধ্যমেই আপনারা এই হোম লোনের জন্য আবেদন জানাতে পারবেন।

সপ্তম শ্রেণী পাশে ব্যাংকে চাকরির সুবর্ণ সুযোগ। আবেদন জানান শীঘ্রই।

Home Loan হল এমন একটি লোন যেখানে আপনার কোনো স্থায়ী বা স্থাবর সম্পত্তি ব্যাংকের কাছে জমা রেখে ব্যাংক তবেই আপনাকে লোন দেবে। এটি একটি সুরক্ষিত লোন। আপনি যতদিন না ব্যাংকের টাকা শোধ করছেন ব্যাংক আপনার সম্পত্তি আটকে রাখবে এবং আপনি যদি ব্যাংকের লোন শোধ করতে না পারেন তাহলে ব্যাংক আপনার ওই বন্ধক রাখা সম্পত্তি দিয়ে লোন পরিশোধ করবে।

SSC Recruitment - এসএসসি তে নিয়োগ

হোয়াটস অ্যাপের মাধ্যমে হোম লোন নেওয়ার পদ্ধতি

১) +91 98670 00000 এই নাম্বারে প্রথমে আপনাকে ম্যাসেজ পাঠাতে হবে।
২) এরপর আপনি নিউ লোন অপশনে ক্লিক করবেন। তারপর ব্যাংক মারফৎ আপনাকে একটি সার্ভিস লিস্ট পাঠাতে হবে।

৩) আপনি আপনার পছন্দ মতো পরিষেবা সিলেক্ট করার পর আপনার কাছ থেকে আপনার ই-মেল আইডি, প্যান কার্ড, আপনার পেশা, আপনি ভারতীয় কিনা বিভিন্ন ধরনের তথ্য জানতে চাওয়া হবে।
৪) এর পর আপনি লোনের ব্যাপারে সমস্ত তথ্য জানতে পারবেন এবং আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক থাকলে সহজেই লোন পেয়ে যাবেন।

রাতের ঘুম উড়ে গেল হোম লোন গ্রাহকদের, RBI এর সিদ্ধান্তে। EMI এর খরচ বেড়ে গেল?

HDFC ব্যাংক থেকে আপনি 30 থেকে শুরু করে 75 লাখ টাকা পর্যন্ত সর্বচ্চ লোন পেতে পারেন। লোনের সুদের হার শতাংশ 8.45% থেকে 9.85% টাকা পর্যন্ত সুদ দিতে হবে। লোনের টাকার পরিমাণ শোধ করার জন্য 5 থেকে 25 বছর অব্দি সময় পেতে পারেন। এছাড়া আপনি এখানে পরিশোধের জন্য বিকল্প পদ্ধতি পাবেন,  গোপন কোনো চার্জ আপনার থেকে নেওয়া হবেনা।

Leave a Comment