যতদিন যাচ্ছে ততই প্রত্যেক মানুষেরা নগদের ব্যবহার কম করে Credit Card বা ক্রেডিট কার্ড এর দিকে অগ্রসর হচ্ছে। কারণ এই সকল কার্ডের মাধ্যমে এককালীন সকলে নির্দিষ্ট পরিমাণ লাইন অফ ক্রেডিট পেয়ে যায় মানে ৫০ হাজার থেকে শুরু করে ১০ লক্ষ টাকা পর্যন্ত মাসিক লিমিট সকলকে দেওয়া হয়ে থাকে এবং গ্রাহকেরা এই টাকার মধ্যে নিজেদের ইচ্ছে ও পছন্দ অনুসারে জিনিসপত্র কিনতে পারে। শুধুমাত্র কেনাকাটি নয় আরও অনেক ধরণের কাজের ক্ষেত্রে এই কার্ড ব্যবহার করা যায়।
Credit Card Benefits Details In India.
এক পরিসংখ্যান অনুসারে আমাদের দেশে বর্তমানে প্রায় ৭ কোটি ৭০ লক্ষের বেশি ক্রেডিট কার্ড (HDFC Bank Credit Card) চালু রয়েছে এবং এই সংখ্যা প্রতিদিন অন্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত দেশে এমন অনেক মানুষ আছেন যারা এই ক্রেডিট কার্ডকে সন্ধেহের চোখে দেখেন এবং ভাবেন এর ফলে তাদের জমা পুঁজি নষ্ট বা শেষ হয়ে যেতে পারে, কিন্তু এই কথা অনেক অংশে সত্য নয়।

Credit Card এর সকল সুবিধা সম্পর্কে কিছু তথ্য
- ১) এই কার্ডের মাধ্যমে আপনাদের অতিরিক্ত নগদ টাকা (Cash Money) নিয়ে যাওয়া আসা করতে হবে না।
- ২) আপনার টাকা খুবই নিরাপদে থাকবে এবং কোন রকমের চুরি হওয়ার ব্যবস্থা নেই।
- ৩) কোন দামি জিনিস কেনার সময় কখনো কখনো আমদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না।
- ৪) কিন্তু এই ক্রেডিট কার্ডের (SBI Credit Card) এর মাধ্যমে আপনারা নিজেদের ক্রেডিট স্কোর উন্নত করতে পারবেন।
- ৫) ক্রেডিট স্কোর (Credit Score) ভালো হলে ভবিষ্যতে বড় অঙ্কের ঋণ পেতে আপনাদের খুবই সুবিধা হবে।
- ৬) এছাড়াও আপনারা রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে পারবেন প্রতি অনলাইন লেনদেনে (Online Transaction) এর সময় এবং এই পয়েন্ট এর মাধ্যমে আপনারা যে কোন বস্তু কিনতে পারবেন।

Credit Card সম্পর্কে কিছু সাবধানতা
১) প্রতিমাসে আপনারা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এই কার্ডের মাধ্যমে খরচ করতে পারবেন।
২) এর বেশি টাকা খরচ করলে আপনাদের বেশী সুদ গুনতে হবে।
৩) প্রতিমাসের নির্দিষ্ট তারিখে আপনাদের এই টাকা জমা করতে হবে নইলে আপনাদের ফাইন দিতে হতে পারে।
৪) কিন্তু সঠিকভাবে বুঝে খরচ করলে এই সকল ঝামেলার মধ্যে আপনাদের পরতে হবে না।৫) এই কার্ডের মাধ্যমে আপনারা ১ কোটি টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাবেন (কিছু বিশেষ কার্ডের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য)।

Share Trading – বিনা পরিশ্রমে শেয়ার মার্কেট থেকে বাড়ি বসে রোজগার করার নিয়ম ও পদ্ধতি জেনে নিন।