Health Recruitment – জেলায় স্বাস্থ্য দপ্তরে চুক্তির ভিত্তিতে নিয়োগ, জানুন কোন জেলা।

রাজ্যের তরফ থেকে Health Recruitment এর বিজ্ঞপ্তি জারি করা হলো। রাজ্যের তরফ থেকে ভোটের আগে একের পর এক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে চলেছে যেনো কেউ লুপ চালিয়ে দিয়েছে। চাকরি প্রার্থীদের কাছে বছরের শুরুটা খুব ভালোই কাটছে বলে ধরে নেওয়া যায়।

Health Recruitment Murshidabad District

তবে এখানে চুক্তির ভিত্তিতে Health Recruitment করা হবে। মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য দপ্তরেই শুধুমাত্র কর্মী নিয়োগ করা হবে। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন স্বাস্থ্য দপ্তরের ঠিক কোন কোন পদে আবেদন করা হবে। কত টাকা মাসিক বেতন এছাড়া আরো গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।

  • পদের নাম
  • শিক্ষাগত যোগ্যতা
  • মাসিক বেতন ও বয়সসীমা
  • আবেদন পদ্ধতি

উৎকর্ষ প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলায় কর্মী নিয়োগ।

পদের নাম

ন্যাশনাল হেলথ মিশনের অধীনে 3 টি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। মেডিক্যাল অফিসার এবং দ্বিতীয়টি হলো সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার আর তৃতীয়টি হলো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে কর্মী নিয়োগ। মেডিক্যাল অফিসার সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার সাইকোলজিস্ট পদ তিনটি মিলিয়ে মোট 10 জনকে নির্বাচন করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার পদে আবেদনের জন্য আপনাকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্ক বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে আবেদনের জন্য আপনাকে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাইকোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন এ উত্তীর্ণ হতে হবে। মেডিক্যাল অফিসার পদে চাকরি পাওয়ার জন্য আপনাকে ব্যাচেলর অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারিতে উত্তীর্ণ হতে হবে।

post office recruitment - (ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ)

মাসিক বেতন ও বয়সসীমা

সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে 21 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে। মেডিক্যাল অফিসার পদের জন্য এই বয়সসীমাটা 67 বছরের মধ্যে থাকতে হবে। প্রত্যেক মাসে আপনি এই পদের জন্য বেতন পাবেন 60 হাজার টাকা। আর বাকি দুটি পদের জন্য পাবেন 30 হাজার টাকা করে মাসিক বেতন পাবেন।

 ভারতীয় রেলে মাধ্যমিক পাশে 3015 কর্মী নিয়োগ। আবেদন প্রক্রিয়া জেনে নিন।

আবেদন পদ্ধতি

1) Health Recruitment এর জন্য প্রথমেই আপনাকে murshidabad.gov.in যেটা মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল প্রশাসনিক ওয়েবসাইট এখানে যেতে হবে।
২) তারপর রিক্রুটমেন্ট এ গিয়ে ফর্ম ফিল আপ করে নিতে হবে 30 মার্চের মধ্যে।
৩) সমস্ত রকমের প্রয়োজনীয় নথি দিয়ে সাবমিট করে দিন ।

Leave a Comment