আমরা প্রত্যেকেই চাই আমাদের নিজেদের একটা বাড়ি হোক এই জন্য অনেকেই Home Loan বা বাড়ি বানানোর জন্য বা কেনার জন্য ব্যাংক এর থেকে ঋণ নেন। এই সকল গ্রাহকদের জন্য RBI (Reserve Bank Of India) এর তরফে এক জরুরি সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে আর এই ঘোষণার ফলে সকল ঋণ গ্রহীতার জন্য কিছুটা সমস্যার সমাধান হতে পারে। বর্তমানে এই মূল্যবৃদ্ধির বাজারে বাড়ি তৈরি করা বা তৈরি করা বাড়ি, ফ্ল্যাট, বাংলো কেনা আমজনতার কাছে খুবই মুশকিলের ব্যপার হয়ে উঠেছে।
Home Loan New Rules Publish By RBI.
এই কারণের জন্য ঋণ (SBI Home Loan) নেওয়ার প্রবণতা প্রতিদিন অন্তর বৃদ্ধি পাচ্ছে এবং এই জন্য অনেক ধরণের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন অন্তর। প্রত্যেক ব্যাংকের তরফে ঋণ দেওয়ার আগে সকল গ্রাহকদের থেকে প্রয়োজনীয় কিছু নথি নিজেদের কাছে জমা রাখা হয়। কারণ সকল গ্রাহকেরা মাসিক কিস্তিতে এই টাকা পরিশোধ করেন।
কিন্তু এই সকল প্রয়োজনীয় নথি ব্যাংকের তরফে হারিয়ে ফেলা হলে তখন সমস্যায় পরেন সকল গ্রাহকেরা (Home Loan Rules By RBI). কিন্তু এই নিয়মের পরিবর্তন করার জন্য সকল সরকারি ও বেসরকারি ব্যাংক গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কোন ব্যাংকের তরফে যদি গ্রাহকদের গুরুত্বপূর্ণ নথি হারিয়ে ফেলা হয় তাহলে সেই ব্যাংকের তরফে গ্রাহকদের জরিমানা দিতে হবে।
কিন্তু এখনো এই Home Loan নিয়ে জরিমানা দেওয়ার বিষয়ে কোন ধরণের নিশ্চিত তথ্য সকলের সামনে নিয়ে আসা হয়নি। এই বিষয় নিয়ে রিজার্ভ ব্যাংক এর তরফে এখনো উচ্চপর্যায়ের বৈঠক করা বাকি আছে এবং এই বৈঠকের পরে আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুসারে রিজার্ভ ব্যাংকের তরফে সকল ব্যাংক গুলিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
WB DA Protest – তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিলেন সরকারি কর্মীরা, এই নিয়ে সরকারের অবস্থান জানুন।
ঋণ গ্রহীতা নিজেদের নেওয়া ঋণ (Home Loan) সময় মতো ফিরিয়ে দিলে ব্যাংকে সঙ্গে সঙ্গেই তার কাগজ ফেরত দিয়ে দিতে হবে নইলে সেই গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হচ্ছে। অনেক আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন আগামী কিছু দিনের মধ্যেই এই সম্পর্কে বিশেষ কিছু খবর জানানো হতে পারে RBI এর তরফে। এই নিয়ে আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।
Aadhaar Card Update – ফ্রিতে আধার আপডেটের সময়সীমা বৃদ্ধি করলো UIDAI, এরপর জরিমানা গুনতে হবে।