আমাদের ছোটবেলায় জিজ্ঞাসা করা হত, বড় হয়ে কি হতে চাও? এর উত্তরে আমরা অনেকেই উকিল (Lawyer Career) হওয়ার ইচ্ছা প্রকাশ করতাম এবং বড় হয়েও অনেকেরই এই একই ইচ্ছা রয়ে গেছে। কিন্তু ঠিক কি পদ্ধতি, নিয়ম অবলম্বন করে আমরা এই পথে এগব এই সম্পর্কে অনেকেই ওয়াকিবহল নই। উকিল কি? প্রথমে এই সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক, সাদা কালো কাপড় পরা মানুষ যারা কোর্টে গিয়ে নিজেদের মক্কেল দের জন্য বিচারপতির কাছে যুক্তি – তর্ক করছেন।
Lawyer Career Update In West Bengal.
এমন ধরণের অনেক সিন আমরা সিনেমার পর্দায় পর্যন্ত দেখতে পারি অনেক সময়। কিন্তু চাইলেই অতি সহজে উকিল হওয়া যায় না, এর জন্য অনেক বছর ধরে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হয় (Lawyer Career). আইনের পড়াশোনার জন্য পশ্চিমবঙ্গের সমগ্র স্থানে সরকারি ও বেসরকারি মিলিয়ে অনেক কলেজ আছে। কিন্তু ঠিক কি কি বিষয়ের ওপরে আমাদের সকলকে সঠিক নজর দিতে হবে জেনে নেওয়া যাক।
এক জন উকিল (Lawyer Career) হওয়ার জন্য উচ্চমাধ্যমিকস্থরে সকলকে প্রায় ৫০% এর কাছাকাছি নম্বর পেতে হবে। এই নম্বর আপনারা কলা, বিজ্ঞান বা বাণিজ্য বিভাগ যে কোন একটি পেতে পারেন উকিল হওয়ার জন্য কোন ধরণের নির্দিষ্ট বিষয় জানানো হয়নি। এরপরে প্রত্যেককে ৫ বছরের জন্য LLB (Bachelors In Legislative Law) এই কোর্সটি সম্পন্ন করতে হবে।
কিন্তু এই আইনের কোর্সে (Lawyer Career) ভর্তি হওয়ার জন্য সকলকে একটি সরকারি প্রবেশিকা পরীক্ষায় বসতে হয়। এই পরীক্ষাকে CLAT (Common Law Admission Test) পরীক্ষা সকলকে দিতে হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবেই সকলে সরকারি আইন কলেজ (Government Law Collage) এ ভর্তি হতে পারবেন, নইলে আপনাদের কোন একটি বেসরকারি কলেজে ভর্তি হতে হবে।
এবার মূল বিষয় জেনে নেওয়া যাক, কতো টাকা খরচা হবে? আজকের দিনের শাশ্বত সত্য হল এই যে টাকা ছাড়া আমরা নিজেদের জীবনে একপাও এগতে পারব না। আর এই Lawyer Career এর জন্য সরকারি কলেজ ও বেসরকারি কলেজ ভেদে খরচের পার্থক্য আছে। মোটামুটি ৭০ হাজার টাকা থেকে শুরু করে ৬ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে, সময় অনুসারে এই খরচের তারতম্য সম্ভব।
Electricity Bill – অতি সহজেই নিজেদের বকেয়া ইলেকট্রিক বিল জমা করুন মাত্র 5 মিনিটে।