২১ দশকে আমরা সকলে প্রযুক্তি ছাড়া এক মুহূর্তও চিন্তা করতে পারি না আর এই প্রযুক্তি Software Engineer বা সফটওয়্যার ইঞ্জিনিয়াররাই নিজেদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সমগ্র বিশ্বের মানুষদের কাছে পৌঁছিয়ে দিয়েছে। এখন আমরা পড়াশোনা, স্বাস্থ্য, ব্যাংকিং, পরিবহণ এছাড়াও আরও সকল কাজের জন্য আমরা অনেক ধরণের অ্যাপ ব্যবহার করি এবং মোবাইল ও কম্পিউটার এই সকল ক্ষেত্রেও সফটওয়্যার এর কাজ আমরা পরিলক্ষিত করতে পারি। এই জন্য আমাদের প্রথমে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার দরকার আছে।
Software Engineer Course Details In Bengali.
এই বিষয় নিয়ে পড়াশোনা করে নিজের জীবনে এগিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকটি বিষয় সকলের জেনে রাখা প্রয়োজন। Software Engineer হতে হলে আপনাদের ইংরেজিতে দক্ষ হওয়ার প্রয়োজন আছে লেখা, পড়া ও বলা এই তিন বিষয়ের ওপরে আপনাদের অতি দক্ষ হতে হবে এবং সঠিক কোর্স সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে, যেই কোর্স নিয়ে আপনারা নিজেদের ভবিষ্যৎ গড়তে পারেন।
Software Engineer হওয়ার আগে সঠিক কোর্স নির্বাচন
- ১) সকল প্রকার ফিল্ডেই যে কোন কাজ একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না।
- ২) সেই রকম ভাবেই আমাদের নিজেদের পছন্দ ও যোগ্যতা অনুসারে এই সঠিক বিষয় নির্বাচন করতে হবে।
- ৩) প্রোগ্রামার, ভালো সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার আর্কিটেক্ট এই সকল বিষয় গুলির মধ্যে আপনাদেরকে সঠিক বিষয়টি বেঁছে নিতে হবে।
- ৪) এর মধ্যে থেকে যে কোন একটি পদ্ধতি আপনাকে চয়ন করে নিতে হবে।
Software Engineer এর কোর্সে আপনাদের কি কি শিখতে হবে
- ১) সকল প্রকারের প্রোগ্রামিং ভাষা আপনাদের শিখতে হবে।
- ২) কিন্তু সকল ভাষা শিখে এই কাজ করা যাবে না নিম্নে কিছু ভাষা দেওয়া হল এর মধ্যে থেকে আপনাদের চয়ন করতে হবে।
- ৩) Java, Java Script, Python, PHP, C#, C, C++, HTML, CSS এই সকল ভাষায় মধ্যে থেকে আপনাদের সঠিক তথ্য জেনে নিতে হবে।
- ৪) এই ভাষা গুলির মাধ্যমেই আপনাদের প্রোগ্রামিং সম্পন্ন করতে হবে।
এবার প্রশ্ন উঠছে যে Software Engineer শিখতে কতো টাকা খরচা হবে? এই কথায় বলে রাখি এই ধরণের কোর্স সাধারণত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই হয়ে থাকে। এই হিসাবে আপনাদের এই খরচ সম্পর্কে ধারণা করে নিতে হবে। কলকাতা ও সমগ্র পশ্চিমবঙ্গে এই ধরণের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে আপনারা এই ধরণের কোর্স শিখতে পারবেন।
Mortgage Loan – ভারতে বন্ধকী ঋণের সুবিধা অনেক তাই আবেদনের আগে এক ক্লিকে বিস্তারিত দেখুন।