Ayushman Card – আয়ুষ্মান কার্ডে কী কী সুবিধা পাবেন! দেখেনিন এই প্রকল্পে

আয়ুষ্মান ভারত বা আয়ুষ্মান কার্ড তথা Ayushman Card হলো ২০১৭ সালে সুপারিশ করা একটি ফ্ল্যাগশিপ প্রকল্প। যা ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর চালু হয়। এর মাধ্যমে ভারতের গরীব ও দুঃস্থ পরিবার গুলিকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। ভারতের প্রায় পঞ্চাশ কোটি মানুষকে এই প্রকল্পে কভার করা হয়েছে। এই স্কিমের পুরো নাম আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সংক্ষেপে AB PM – JAY বা আয়ুষ্মান ভারত জাতীয় স্বাস্থ্য সুরক্ষা স্কিম সংক্ষেপে NHPS.

How to Do Ayushman Card

এই প্রকল্পের মাধ্যমে ৫ লাখ টাকার কভারেজ দেওয়া হয় প্রত্যেক বছর। সরকার এই প্রকল্পকে ডিজিটালাইজেশন করার উদ্যেশ্যে ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর একটি অ্যাপও চালু করেছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে ১৫০০ ধরনের রোগের চিকিৎসার জন্য মূল্য প্রদান করা হয়। যার মধ্যে রয়েছে কার্ডিওলজি, নিউরোলজি, ক্যানসার, পেডিয়াট্রিক।

  • আয়ুষ্মান ভারত বা ABHA পাওয়ার যোগ্যতা
  • আবেদনের পদ্ধতি

তবে কসমেটিকস সার্জারি, মাদক পূনর্বাসন কর্মসূচি, অঙ্গ প্রতিস্থাপন এর ধরনের চিকিৎসা এর আওতাভুক্ত নয়। এখানে আপনি নগদবিহীন টাকার পরিবর্তে রোগীকে ভারতের যেকোনো সরকারি আবন বেসরকারি হাসপাতালে ভর্তি করতে পারবেন। পরিবারের সদস্য সংখ্যা ও আকার নিয়ে কোনো ক্যাপ নেই। মহিলা এবং নাবালিকা ও প্রবীণ নাগরিকদের এখানে বিশেষ বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এমপ্লয়ী স্টেট ইন্সুরেন্স কর্পোরেশনের তালিকাভুক্ত হাসপাতালে একটি করে আয়ুষ্মান বা Ayushman Card হেল্প ডেস্ক থাকবে যেখানে রোগীদের চিকিৎসা করা হবে। হাসপাতাল গুলি রোগ বিচার করার পর বাধ্য থাকবে রুগীর চিকিৎসা করতে। শুধুমাত্র তাই নয় হাসপাতালে যাওয়া অব্দি রোগীদের যে পরিবহন ব্যয় সেই খরচাও দেবে কেন্দ্র সরকার।

আয়ুষ্মান বা Ayushman Card ভারতের উদ্যেশ্য হলো দরিদ্রসীমা রেখার নীচে থাকা পরিবারগুলোকে আর্থিক ভাবে সহায়তা প্রদান করে তাদের একটি সুস্থ সবল জীবন উপহার দেওয়া। পাশাপাশি সুস্থ্য এবং সুন্দর ভারত গড়ে তোলা। তবে এই প্রকল্পের আবেদনের ক্ষেত্রে বিশেষ কিছু শর্তাবলী রয়েছে। সেইগুলি নীচে দেখে নেওয়া যাক।

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে কর্মী নিয়োগ! দেখেনিন আবেদন পদ্ধতি

আয়ুষ্মান ভারত বা ABHA পাওয়ার যোগ্যতা

১) প্রথমেই প্রার্থীদের দরিদ্রসীমা রেখার নীচে হতে হবে।
২) আবেদনকারী পরিবারের বার্ষিক আয় ২,৫০,০০০ এর কম হওয়া বাঞ্ছনীয়।
যেসকল ব্যাক্তিরা এখনো পর্যন্ত আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করেনি।

personal loan - (ব্যাক্তিগত লোন)

তারা বিনামূল্যে চিকিৎসা পেতে শীঘ্রই আবেদন জানান। আবেদনের জন্য প্রয়োজনীয় নথি রেশন কার্ড, পারিবারিক আইডি কার্ড, আদর কার্ড, ফটো ও ফোন নম্বর। আরো যাবতীয় তথ্য জানতে আয়ুষ্মান ভারতের https: // pmjay.gov.in / অফিসিয়াল ওয়েবসাইটটিতে চোখ রাখতে পারেন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক একাউন্টে কবে ঢুকবে? মা বোনেরা এক ক্লিকে জেনে নিন

আবেদনের পদ্ধতি

১) প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার্ড করুন।
৩) তারপর ক্যাপচা কোড দিতে হবে।
৪) এর পর আপনি যে স্টেট থেকে আবেদন জানাচ্ছেন সেই স্টেট সিলেক্ট করুন।
৫) এখান থেকেই আপনি যোগ্য কিনা তার মানদণ্ড দেখতে পারবেন।
৬) যদি আপনি যোগ্য হন তবে তাহলে পরিবারের সদস্যদের নাম ‘ পরিবারের বিবরণ যোগ করুন ‘ এখানে ক্লিক করে করতে পারবেন (Ayushman Card)।

Leave a Comment