PM Relief Fund – প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল সম্পর্কে এমন কিছু তথ্য যা অনেকেরই অজানা।

দেশের সকল সাধারণ মানুষদের জন্য PM Relief Fund বা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল এর তরফে থেকে দরকারের সময় সাহায্য প্রদান করা হয়। আমরা সময়ে সময়ে অনেক ধরণের বিপদ আপদ আমাদের দেশের বিভিন্ন রাজ্যে দেখতে পাওয়া যায়। কখনো বন্যা, খরা, দুর্ভিক্ষ, দাঙ্গা, মহামারী, আর্থিক অনটন, শিক্ষা, স্বাস্থ্য এই সকল কিছু নিয়ে যখনই কোন ধরণের সমস্যা দেখা যায়, সেই সময়েই এই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সকল মানুষদের সাহায্য করা হয় এবং এই জিনিসের প্রমাণ আমরা করোনা মহামারী (Corona Pandemic) এর সময়ে দেখেছি।

PM Relief Fund Donation Process.

এবারে আমরা এমন কিছু তথ্য এই PM Relief Fund সম্পর্কে জেনে নিতে চলেছি। ১৯৪৮ সালে দেশের প্রথম প্রধানমন্ত্রী (PM) পণ্ডিত জওহরলাল নেহেরুর নির্দেশে এই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল (PMNRF) এর স্থাপনা করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল তৎকালীন সময়ে পাকিস্তান (Pakistan) থেকে আগত সকল শরণার্থীদের সাহায্য প্রদান করা। কিন্তু এখন এর মাধ্যমে সকল মানুষদেরই সাহায্য করা হয়।

PM Relief Fund সম্পর্কে কিছু জরুরি তথ্য

  • অসাধ্য রোগের চিকিৎসার জন্যও মাঝে মধ্যে চিকিৎসার খরচ দেওয়া হয়।
  • এটি সম্পূর্ণ দেশের নাগরিকদের সাহায্যের ওপরে নির্ভর করে, এর জন্য সংসদ এর তরফে থেকে কোন প্রকারের বাজেট মঞ্জুর করা হয়না।
  • দেশের প্রধানমন্ত্রী এই সংস্থার চেয়ারম্যান হিসাবে চিহ্নিত হন।
  • প্রধানমন্ত্রী দফতর, সাউথ ব্লক এর মাধ্যমে এই সকল কাজ পরিচালনা করা হয়।

PM Relief Fund এ আপনারা কিভাবে দান করবেন

১) অনলাইনের মাধ্যমে আপনারদের এই কাজ করতে হবে।
২) www.pmnrf.gov.in এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে।
৩) Donate Online এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে।
৪) এরপর নিজের নাম, ঠিকানা, ই মেল, মোবাইল নম্বর, রাজ্য, জেলা এই সকল তথ্য লিখে আপলোড করে নিতে হবে।

৫) আবারে আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাওয়া হবে।
৬) আপনি নিজের পছন্দ অনুসারে পেমেন্ট অপশন বেছে নিয়ে এই কাজ সম্পন্ন করতে পারবেন।
৭) সকলে এই দান করার আগে সতর্ক হয়ে এই সকল কাজ করবেন।
৮) সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই কাজ করবেন কোন তৃতীয় ব্যাক্তির মাধ্যমে এই কাজ করবেন না।

Electric Bill Payment – ইলেকট্রিক বিল দেওয়ার সঠিক পদ্ধতি মানুন ও এই সকল অতিরিক্ত সুবিধা পান।

Leave a Comment