আমরা অনেকেই এখনো পর্যন্ত শেয়ার কেনাবেচা বা Share Trading কে খুব একটা ভালো বিনিয়োগের নজরে দেখি না। কারণ অনেকের মনে ও মুখে একটাই ধারণা আছে যে, শেয়ার মার্কেটে টাকা রাখলে নিশ্চিত সেই টাকা নিশ্চিত ডুবে যাবে!!! কিন্তু আদৌ কি এই কথাটা সত্যি? না এমন অনেক মানুষ রয়েছে যারা এই শেয়ার বাজারে টাকা খাটিয়ে কোটিপতির বেশি যদি কোন সেই অবস্থায় পৌঁছিয়ে গেছে। কিন্তু কোন মানুষ লস খায়, আব্রা কোন মানুষ কোটিপতির থেকেও বেশি কোন স্থানে পৌঁছিয়ে যায় এইটা কিভাবে সম্ভব?
Share Trading Method In India.
সব কাজ করার ক্ষেত্রেই একটা সঠিক নিয়ম ও পদ্ধতি আছে, সেই সকল নিয়ম ও পদ্ধতি মেনে সকলকে চলতে হয়। শেয়ার ট্রেডিং (Share Trading In India) এর জন্যও আমাদের কিছু নিয়ম সঠিক ভাবে আগের থেকে জেনে নিতে হবে। আর এই সকল নিয়ম, পদ্ধতি ও মার্কেটের ডিমান্ড ও সাপ্লাই সম্পর্কে সঠিক তথ্য আমাদের কাছে থাকলে আমরাও এই শেয়ার মার্কেটের মাধ্যমে নিজেদের সকল মনস্কামনা পূরণ করতে পারব।
Share Trading কিভাবে আপনারা শুরু করবেন
- ১) আপনারা এই কাজ সহজেই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে করতে পারবেন।
- ২) BSE (Bombay Stock Exchange) ও NSE (National Stock Exchange) এই দুই স্থানে সকল প্রকারের স্টক মার্কেট এর শেয়ার কেনাবেচা হয়।
- ৩) এই সকল স্থানে আপনারা কোন ব্রোকার বা দালালের মারফৎ এই কাজ করতে পারবেন বা নিজেরাও এই কাজ সম্পন্ন করে নিতে পারবেন।
- ৪) কিছু বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে এই কাজ নিজেদেরই করা উচিত।
Share Trading করার জন্য কিছু পরামর্শ ও পদ্ধতি
১) এই কাজ করার জন্য আপনাদের নিজস্ব ডিম্যাট অ্যাকাউণ্ট (Demat Account) থাকতে হবে।
২) কয়েকটি মোবাইল অ্যাপের মাধ্যমেও আপনারা এই কাজ করতে পারবেন।
৩) Paytm Money, Zerodha Kite, Angel One, Upstox App, Groww App, 5 Paisa App, ICICI App এই সকল অ্যাপের মাধ্যমে আপনারা এই কাজ করতে পারবেন।
৪) যে কোন একটি কোম্পানির শেয়ার (Share Trading) না কিনে ভিন্ন ভিন্ন কোম্পানির শেয়ার কেনার মাধ্যমে আপনারা বিনিয়োগ করুন।
৫) বাইক, গাড়ি, ব্যাংক, আইটি, ফার্মা এই সকল সেক্টরের শেয়ার কিনলে আপনারা বিশেষ লাভবান করতে পারবেন।
৬) কিন্তু যে কোন কোম্পানির শেয়ার কেনার আগে আপনাদের সেই কোম্পানির বর্তমান বাজারের অবস্থা সম্পর্কে রেইকি করে নিতে হবে।
৭) শুধুমাত্র সকল বড় কোম্পানির শেয়ার কিনবেন (Share Trading) এমনটা নয়, বিভিন্ন ছোট ও মাঝারি কোম্পানির শেয়ারও আপনারা কিনতে পারেন।
৮) কারণ আজকের বিনিয়োগ কালকে নয় আগামী দিনে আপনাকে ফায়দা দেবে, এই কারণের জন্য আপনাদের সতর্ক হয়ে বিনিয়োগ করতে হবে।
৯) প্রয়োজন পরলে আপনারা এই জন্য কোন অনলাইন শেয়ার ট্রেডিং (Share Trading) এর ক্লাসও করে নিতে পারবেন।
১০) কারণ পরামর্শে বা লোভের বশবর্তী হয়ে আপনারা এই বিনিয়োগ করবেন না।
Personal Loan – Dhani App এর মাধ্যমে আবেদন করে 5 লক্ষ পর্যন্ত ব্যাক্তিগত লোন পান 0% সুদে।