জীবনে চলার পথে ঋণ (Loan) নেওয়ার দরকার পরে, এর মধ্যে LIC Loan বা এলআইসি লোন অন্যতম। কারণ এখন প্রত্যেক মানুষেরই নিজেদের জীবনযাপন করার জন্য অর্থের প্রয়োজন এই কারণের জন্যই আমাদের অনেক সময় এককালীন বেশি অঙ্কের কিছু টাকার প্রয়োজন হয়। আর চাকরি বা ব্যবসা করার মাধ্যমে আমাদের কাছে এত পরিমাণ টাকা থাকে না, এই কারণের জন্যই আমরা ঋণ নেওয়ার জন্য ব্যাংকের দারস্থ হই। বিভিন্ন রকমের ঋণ যেমন – বন্ধকী (Mortgage Loan) ব্যাক্তিগত (Personal Loan), বাণিজ্যিক (Business Loan), বাড়ি (Home Loan) এই সকল প্রকারের ঋণ খুবই সহজে ও কম সুদে পাওয়া যায়।
LIC Loan Apply Process Online And Offline.
কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক ধরণের কারণের জন্য আমারা খুব সহজে এই লোণ পাইনা বা পেতে সমস্যা হয়। আজ থেকে ৬৬ বছর আগে ১ লা সেপ্টেম্বর ১৯৫৬ সালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে LIC সংস্থার স্থাপনা করা হয়েছিল। যার মূল লক্ষ্য ছিল দেশের সর্বস্তরের মানুষদের জীবন বীমার আওতায় নিয়ে আসা। এই লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য এলআইসির পক্ষ থেকে নিরন্তর প্রচেষ্টা করা হচ্ছে। ২০১৯ সালের এক পরিসংখ্যান অনুসারে LIC র বর্তমানে গ্রাহকের সংখ্যা ৩০ কোটির কাছাকাছি। ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে (LIC Loan).
এবারে জীবন বীমা নিগমের তরফে দেশের সকল নাগরিকদের জন্য নিজেদের পলিসি (LIC Policy) এর মাধ্যমে তারা ইচ্ছে করলে ঋণ নিতে পারবেন। এই কথাটি আমরা হয়তো সকলেই জানতাম যে আমরা নিজেদের এলআইসি পলিসি সারেন্ডার করার মাধ্যমে ঋণ পেতে পারি। কিন্তু হয়তো অনেকেই কিভাবে আবেদন করতে হবে সেই সম্পর্কে হয়তো আমরা সঠিক তথ্য না জানাও থাকতে পারে। এই কারণের জন্য আজকের এই প্রতিবেদনে আমরা আবেদনের সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে চলেছি।

LIC Loan পাওয়ার সকল শর্ত ও নিয়মাবলি
১) ভারতীয় জীবন বীমার নিয়ম অনুসারে প্রত্যেক পলিসি হোল্ডার ৯০% পর্যন্ত ঋণ পাবেন।
২) কমপক্ষে তিনটি প্রিমিয়াম জমা করার পর আপনারা এই আবেদন করতে পারবেন।
৩) আপনারা ভবিষ্যতে এই পলিসি বন্ধ করে দিতে পারবেন।
৪) কিন্তু আপনারা চাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে এই ঋণ পরিশোধ করার মাধ্যমে পলিসির পুরো টাকা ফেরত পেতে পারেন।
LIC Loan পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন
১) অনলাইন ও অফলাইন এই দুই পদ্ধতি অবলম্বন করে আপনারা এই কাজ করতে পারবেন।
২) www.licindia.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৩) আপনাকে নিজের সকল তথ্য দিয়ে লগ ইন করে নিতে হবে।
৪) পলিসির বদলে ঋণের জন্য আবেদনের সঙ্গে সঙ্গে জরুরি নথিপত্র আপলোড করতে হবে।
৫) ৩ – ৫ দিনের মধ্যে আপনাদের এই আবেদন মঞ্জুর করে দেওয়া হবে।
৬) এই লোণের টাকা আপনাদের অ্যাকাউণ্টে পাঠিয়ে দেওয়া হবে।
৭) অফলাইনের মাধ্যমে এই আবেদন করতে গেলে আপনাদের এজেন্ট বা অফিসে গিয়ে সকল প্রকারের নথিপত্র ও ফর্ম ফিলাপ করে দিতে হবে।
LPG Gas – 15 দিনে রান্নার গ্যাস শেষ? এই পদ্ধতিতে একটি সিলিন্ডার অনেক দিন চলবে।