আমাদের বর্তমান জীবনের নিত্য প্রয়োজনীয় বস্তু গুলির মধ্যে ইলেকট্রিক (Electric Bill) অন্যতম। কারণ এখনকার যুগকে প্রযুক্তির যুগ বলা হয়ে থাকে আর কারেন্ট ছাড়া প্রযুক্তির কোন সম্ভাবনাই নেই। এছাড়াও আমাদের ঘর থেকে শুরু করে দোকান ও অফিসে সকল প্রকার কাজের জন্য ইলেকট্রিক এর প্রয়োজন আছে। কিন্তু এই দ্রব্যমুল্য বৃদ্ধির বাজারে সব জিনিসেরই দাম বৃদ্ধি পাচ্ছে আর এই একই ভাবে ইলেকট্রিক বিলও প্রতিমাসে বেশী আসছে সকলের।
How To Balance Electric Bill In Budget?
অনেক সময় দেখা যাচ্ছে যে বিল বেশী না আসলেও খরচ বেড়ে যাওয়ার জন্য আমাদের মনে হচ্ছে আমাদেরকে বেশী Electric Bill গুনতে হচ্ছে। আগে সকলে মনে করতো শুধুমাত্র গরমকালে পাখা, এসি, এয়ার কুলার চলে বলে কারেন্টের খরচ বেশী হয়। কিন্তু এখন সারা বছরই সকলের ইলেকট্রিক বিল বেশী আসছে। এই কারণের জন্য মধ্যবিত্তের পকেটে টান পরছে এবং সংসারের খরচ মেটানো সম্ভব হচ্ছে না। আজকের এই প্রতিবেদনে আমরা কিভাবে আপনারা বিল সাশ্রয় করবেন সেই সম্পর্কে জেনে নিতে পারেন।
Electric Bill কমানোর সঠিক কিছু কৌশল
১) সতর্ক থাকা
আমরা অনেক সময় দেখি যে অপ্রয়োজনে আমাদের বাড়ির ঘরে পাখা, লাইট এই সকল জিনিস জ্বলছে। কিন্তু দরকার না থাকলে সকলের উচিত এই সকল ইলেকট্রিক বস্তু (Electric Bill) আপনাদের বন্ধ্য করে রাখবেন, এর মাধ্যমে আপনাদের সাশ্রয় হবে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এর সম্পদ রেখে যেতে পারব।
২) নতুন প্রযুক্তি ব্যবহার
আপনারা চেষ্টা করবেন যে নিজের বাড়ির ইলেকট্রিক তার যেন বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে তৈরি করা হয় এই সম্পর্কে আপনাদের সচেতন থাকতে হবে। এর ফলে শুধুমাত্র যে আপনাদের সাশ্রয় হবে সেটা নয়, এরই সঙ্গে আপনারা সুরক্ষিত থাকতে পারবেন।
৩) ভালো যন্ত্র ব্যবহার করা
দেশের সরকারের তরফে অনেক সময় একটা অ্যাড চালানো হত এবং এখনো মাঝে মধ্যে দেখা যায় যে 5 স্টার রেটিং এর সকল ইলেক্ট্রনিক বস্তু (Electric Bill) কিনলে আপনাদের Electric Bill কম খরচ করতে হবে। কিন্তু এই ধরণের জিনিসের দাম একটু বেশী হয়, তাহলেও একবার বিনিয়োগ করলে আপনারা দীর্ঘকালীন সুবিধা পাবেন।
৪) AC এর ব্যবহার বুঝে
২৪ ডিগ্রি তাপমাত্রায় নিজের বাড়ির AC ব্যবহার করুন, আপনারা যত বেশী তাপমাত্রা কমাবেন আপনাদের বেশী ইলেকট্রিক বিল আসবে। আর এই যন্ত্রের সময়ে সময়ে সার্ভিসিং করান এর ফলে আপনার খরচ কম হবে ও লম্বা সময় আপনাদের এই যন্ত্র কাজ করবে।
Loan Recovery – সময় মতো ঋণ পরিশোধ না করলে ব্যাংকের তরফে আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা করা হবে?