সমগ্র বিশ্ব তথা আমাদের দেশে মূল্যবৃদ্ধি চরমে উঠেছে, এই পরিস্থিতিতে LPG Cooking Gas অর্থাৎ রান্নার গ্যাসের দামও দিন প্রতিদিন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। শুধুমাত্র এই রান্নার গ্যাসই নয় এরই সঙ্গে আরও সমস্ত প্রকারের খাদ্য সামগ্রীর দাম (Food Price Rate) অনেক বৃদ্ধি পেয়েছে। কিছু বিশেষজ্ঞদের মত অনুসারে এই দাম ভবিষ্যতে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সকল মধ্যবিত্তদের মধ্যে একটাই চিন্তা এই রান্নার গ্যাস এর দাম কবে নিয়ন্ত্রণে আসবে?
Very Carefully Use LPG Cooking Gas.
কিন্তু এই সকল চিন্তার মুক্ত হওয়ার কোন ধরণের সদর্থক উত্তর পাওয়া যাচ্ছে না সরকারের (Government) তরফে। এই কারণের জন্য সকল মানুষদের উচিত LPG Cooking Gas বুঝে সুঝে ব্যবহার করা, কারণ এই দাম কবে কমবে নাকি কমার বদলে আরও বৃদ্ধি পাবে সেই নিয়ে তর্ক বিতর্ক চরমে উঠেছে। এই কারণের জন্য আজকের এই আলোচনাতে আমরা কিছু এমন পদ্ধতি সম্পর্কে জেনে নিতে চলেছি যেই সকল পদ্ধতি বা টিপস মেনে চললে আপনারা রান্নার গ্যাসের (LPG Cooking Gas Tips) সাশ্রয় করতে পারবেন।
LPG Cooking Gas সাশ্রয় করার কিছু পদ্ধতি
১) আপনার গ্যাসের পাইপ এর দিকে নজর দিন এবং সতর্ক হন, কারণ অনেক সময় আমরা দেখি আমাদের অসতর্কতার কারণে গ্যাস বেশী খরচা হয় এবং পরে আমাদের খরচা বৃদ্ধি পায়।
২) ফ্রিজে রাখা ঠাণ্ডা খাবার আপনারা সঙ্গে সঙ্গে না রান্না করে কিছুক্ষণ বাদে রান্না করতে পারেন।
৩) সব খাওয়ার ঢেকে ঢেকে রান্না করা উচিত এর ফলে রান্নার গ্যাস (HP LPG Cooking Gas) বাঁচবে।
৪) প্রেসার কুকার এর ব্যবহার বেশী পরিমাণে করুন, এতে আপনার সময় ও গ্যাস ( Indane LPG Cooking Gas) দুই বাঁচবে।
LPG Cooking Gas নিয়ে আরও কিছু বিস্তারিত তথ্য
১) নিজের ওভেনের বার্নার সব সময় পরিষ্কার রাখবেন।
২) এর ফলে আগুন ভালো করে ধরবে এবং আপনাদের সুবিধা হবে।
৩) প্রয়োজন অনুসারে জলের ব্যবহার করুন।
৪) সুবিধা ইলেকট্রিক কুকার, রাইস কুকার, মাইক্রোওভেন এই সকল উপকরণের ব্যবহার বৃদ্ধি করুন যার মাধ্যমে আপনাদের ভবিষ্যতে দারুণ সাশ্রয় হওয়া নিশ্চিত।
৫) তামা ও ষ্টীলের বাসনের বেশী পরিমাণে ব্যবহার করুন, এর মাধ্যমে খুব সহজেই আপনার রান্না হয়ে যাবে।
৬) রুটি বানানোর জন্য অনেক সময় লাগে এর জন্য আপনারা রোটি মেকার (Roti Mekar) কিনে নিতে পারেন।
WB Scholarship – বাংলার পড়ুয়াদের জন্য দারুণ স্কলারশিপ এই পদ্ধতিতে আবেদন করুন, টাকা পাওয়া নিশ্চিত।