ICDS Supervisor – পশ্চিমবঙ্গে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ। শূন্যপদ 3458টি

জট ছাড়ল রাজ্যে ICDS কর্মী নিয়োগের শূন্যপদে। বহুদিন ধরেই ICDS সুপারভাইজার তথা ICDS Supervisor পদে কর্মী নিয়োগের শূন্যপদ নিয়ে গোলযোগ তৈরি হয়েছিল। এই ঘটনা গড়ায় কোর্ট পর্যন্ত এবং বেশ কিছু বছর চলার পর এই সমস্যার একটা সুরাহা পাওয়া যায়। ১৯৯৮ সালে রাজ্যে শেষ ICDS সুপারভাইজার পদে নিয়োগ করা হয়েছিল। তারপর আর কোনো নিয়োগের বিজ্ঞপিও জারি হয়নি এবং নিয়োগ কার্যও হয়নি।

WB ICDS Supervisor recruitment 2024

এরপর ২০১৯ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় যখন মমতা সরকার ক্ষমতায় চলে এসেছে। এইদিকে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার একটি নির্দেশনামা জারি করেন যেখানে উল্লেখ করা হয়েছিল যে মোট যতকটি শূন্যপদ থাকবে তার ৫০ শতাংশ শূন্যপদে কর্মী নিয়োগের হবে পদোন্নতির মাধ্যমে। বাকি ৫০ শতাংশ কর্মী নিয়োগ করা হবে রিক্রুটমেন্টর মাধ্যমে (ICDS Supervisor).

এখানে পদোন্নতির মাধ্যমে কর্মী নিয়োগের জন্য পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছিল। যেখানে ১১৫২ ব্যাক্তির মেধাতালিকা প্রকাশ করা হয়। যেখানে মত শূন্যপদ রয়েছে ৩৪৫৮ টি এবং স্পষ্ট উল্লেখ করা হয়েছে ৫০ শতাংশ কর্মীদের উন্নতির মাধ্যমে নিয়োগ করতে হবে। ৩৪৫৮ টি শূন্যপদের মধ্যে ৪২২ টি শূন্যপদ রেখে বাকি ৩০৩৬ টি শূন্যপদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে (ICDS Supervisor).

যেখানে লুপিতা বন্দ্যোপাধ্যায় ৫০ শতাংশ পদোন্নতি এবং বাকি ৫০ শতাংশ সাধারণ নিয়োগ এর নির্দেশ দিয়েছিলেন রাজ্যকে। সুতরাং এক্ষেত্রে রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশকে অমান্য করেছে। হাইকোর্টের আদেশ সত্ত্বেও রাজ্য টা অনুসরণ না করে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে যা সম্পূর্ণভাবে বেআইনি। তাই মেধাতালিকাভুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হয়।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ। ইন্টারভিউর মাধ্যমে চাকরি

৩৪৮৫ টি শূন্যপদের মধ্যে রাজ্যের ৪০৯ টি পদে কর্মীদের নিয়োগে কোনো বিধি নিষেধ জারি করেনি হাইকোর্ট। আরো কর্মী নিয়োগের মাধ্যমে মত নিয়োগ সংখ্যা ১৭২৯ টি করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। তবে একর বেঞ্চের আদেশে কোনো স্থগিত নির্দেশ দেইনি ডিভিশন বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ এই পর্যায়ে বিচারাধীন।

forest recruitment - (বনদপ্তরে নিয়োগ)

সুতরাং হাইকোর্টের নির্দেশে গত ছয় সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার হলফ নাম জমা দিতে বলা হয় রাজ্যকে। এই নির্দেশের মাধ্যমে হাইকোর্টের আদেশের সম্পূর্ণ মান্যতা পাবে এমনটাই আশা করা যাচ্ছে। যার ফলে ICDS কর্মীরা যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন তাদের দাবী অনুযায়ী শূন্যপদ মেটানো হয়েছে।

কেন্দ্রীয় ও রাজ্য নিয়োগ সংক্রান্ত আরও তথ্য জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। আমরা অথেনটিক খবর সবার আগে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। হাইকোর্টের এই নির্দেশে আপনি কতটা উপকৃত হলেন তা নীচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Leave a Comment