Clerk Recruitment – উচ্চমাধ্যমিক পাশে 19 হাজার টাকা বেতনে আপার এবং লোয়ার ক্লার্ক পদে নিয়োগ।

চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর (Clerk Recruitment). এবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ন্যাশনাল ইন্সটিটিউট অফ অকুপেশনাল হেলথ এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে লোয়ার এবং আপার ডিভিশন ক্লার্ক পদে কর্মীদের নিয়োগ করা হবে।

ICMR-NIOH Clerk Recruitment Notification Out 2024

লোয়ার এবং আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের জন্যও আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন। রাজ্যের যেকোন চাকরি প্রার্থী এই পদদুটিতে আবেদন জানাতে পারবেন। পরীক্ষার মাধ্যমে সঠিক প্রার্থীদের পদে নিয়োগ করা হবে (Clerk Recruitment). আজকের রিপোর্টের মাধ্যমে জেনে নেওয়া যাক পদের উপযুক্ত রিকুয়ারমেন্ট।  

  • পদের নাম
  • যোগ্যতা
  • বেতন ও বয়স
  • নিয়োগ পদ্ধতি
  • আবেদন পদ্ধতি

কৃষি দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক বেতন 44 হাজারের বেশি।

পদের নাম

যে পদটির জন্য আপনারা আবেদন জানাতে যাচ্ছেন সেটি হল লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ। এখানে শূন্য পদ সংখ্যা মোট 5 টি রয়েছে (Clerk Recruitment). যেখানে আপার ডিভিশন ক্লার্কের জন্য 1 টি এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য বাকি 4 টি শূন্যপদ রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে তুলনামূলক বেশি প্রার্থী আবেদন জানাতে পারবেন।

যোগ্যতা

আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের জন্যও প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। সাথে প্রত্যেক মিনিটে ইংরেজিতে 35 টি শব্দ এবং হিন্দিতে 30 টি শব্দ তোলার মতো টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটারে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে আপনাকে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে টাইপিং স্পিড এক্ষেত্রে একি রাখা হয়েছে।

sbi recruitment - ( স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ)

বেতন ও বয়স

আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে পে – লেভেল 4 অনুযায়ী বেত থাকছে প্রত্যেক মাসে 25,500 থেকে 81,100 এর মধ্যে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে পে – লেভেল 2 অনুযায়ী বেতন সীমা থাকছে প্রত্যেক মাসে 19,900 থেকে 63,200 এর মধ্যে। 18 থেকে 27 বছর বয়সের মধ্যবর্তী যেকোন প্রার্থী এই দুটি পদেই আবেদন যোগ্য।

নিয়োগ পদ্ধতি

আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য ব্যাক্তিদের একটি লিখিত পরীক্ষা, টাইপিং টেস্ট এবং স্কিল টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। লিখিত পরিক্ষাটি 100 নাম্বারের নেওয়া হবে যেখানে 100 নাম্বারের MCQ টাইপ প্রশ্ন থাকবে। এক্ষেত্রে নেগেটিভ মারকিং রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে ভুল উত্তরে 0.25 নাম্বার করে কাটা হবে। প্রথম শাড়ির 20 জন কে পরবর্তী স্টেপের জন্যও ডাকা হবে (Clerk Recruitment).

রেলে কনস্টেবল পদে নিয়োগ, মাসে বেতন ২১,৭০০/- টাকা

আবেদন পদ্ধতি

১) আবেদনটি আপনাকে করতে হবে সম্পূর্ণ অনলাইন মারফৎ। তার জন্যও আপনাকে সর্বপ্রথম https://www.niohrecruitment.org. এই অফিশিয়াল ওয়েবসাইট টিতে যেতে হবে। এখানে আসে আপনারা ফরটি ফিলা আপ করতে পারবেন।
২) অনলাইনে 18/4/2024 তারিখ অব্দি আপনারা আবেদন জানাতে পারবেন। আবেদন ফী বাদব প্রত্যেককে 1000 টাকা এবং সংরক্ষিত শ্রেণীদের 500 টাকা করে প্রদান করতে হবে।

Leave a Comment