চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের মধ্যে যারা এতদিন ব্যাঙ্কের চাকরির (Bank Recruitment 2023) ভ্যাকেন্সি খুঁজছিলেন, তাঁদের জন্য এবার দুর্দান্ত খুশির খবর। কারণ নতুন বছরের শুরুতে বিপুল শূন্যপদে নিয়োগ হতে চলেছে ব্যাঙ্কে। নিযুক্তির পাবেন প্রতিমাসে ভালো বেতন সঙ্গে একাধিক সুযোগ-সুবিধা। এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে Industrial Development Bank Of India (IDBI)-এর তরফে।
IDBI Bank Recruitment 2023 Vacancy Details and Last date
কোন কোন পদে নিয়োগ,মোট শূন্যপদ কত, আবেদন যোগ্যতা কী, আবেদন জানানো যাবে কিভাবে ও নিয়োগ কিভাবে হবে জানতে হলে আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়বেন। এখানে গোটা বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করা হলো।
- ভ্যাকেন্সি ডিটেলস
- মোট শূন্যপদ
- বেতন
- আবেদন যোগ্যতা
- আবেদনের সময়সীমা
- আবেদন পদ্ধতি
ভ্যাকেন্সি ডিটেলস
অতি সম্প্রতি Industrial Development Bank Of India (IDBI) এর তরফে একটি নিয়োগ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে কর্তৃপক্ষ। যে যে পদে নিয়োগ করা হবে সেগুলি হলো-
১) ডেপুটি জেনারেল ম্যানেজার
২) অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার
৩) ম্যানেজার উল্লিখিত তিনটি পদের জন্য আলাদা যোগ্যতা রয়েছে।
আবেদন জানানো যাবে একটি ওয়েবসাইট (www.idbibank.in) মারফত। কী কী যোগ্যতা লাগবে আর কিভাবে আবেদন করবেন, আসুন জেনে নেওয়া যাক।
মোট শূন্যপদ
Bank Recruitment 2023 এর তরফে যে অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার ও অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার পদে মোট 86 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সর্বমোট শূন্যপদের সংখ্যা 86 টি।
বেতন
IDBI ব্যাঙ্কের চলতি নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত হবেন তাঁদের প্রতিমাসে বেতন হবে 1লাখ 55 হাজার টাকা। যে সকল প্রার্থীরা অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার পদে নিয়োগ পাবেন তাঁদের প্রতিমাসে বেতন হবে 1 লাখ 28 হাজার টাকা প্রতিমাসে। এছাড়া, যে সকল প্রার্থীরা ম্যানেজার পদে নিযুক্ত হবেন তাঁরা প্রতিমাসে 98 হাজার টাকা স্যালারি পাবেন।
মাধ্যমিক পাশে 1 হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিচ্ছে ইন্ডিয়ান অয়েল!
আবেদন যোগ্যতা
(A) ডেপুটি জেনারেল ম্যানেজার: যে সকল আগ্রহী প্রার্থীরা IDBI ব্যাঙ্কের চলতি নিয়োগ প্রক্রিয়ায় ডেপুটি জেনারেল ম্যানেজার পদের জন্য আবেদন জানাতে চান, সেই সকল আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 35 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে।
(B) অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার: যে সকল আগ্রহী প্রার্থীরা IDBI ব্যাঙ্কের চলতি নিয়োগে অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার পদের জন্য আবেদন জানাতে চান, সেই সকল আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 28 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে।
(C) ম্যানেজার: আর যে সকল প্রার্থীরা IDBI ব্যাঙ্কের চলতি নিয়োগে ম্যানেজার পদের জন্য আবেদন জানাতে চান, সেই সকল আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 25 বছর থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে।
আবেদনের সময়সীমা
IDBI Bank Recruitment 2023 প্রক্রিয়ায় আবেদন জানাতে হলে প্রার্থীরা 25 ডিসেম্বর 2023 পর্যন্ত নিজেদের অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। কারণ আবেদন জানানোর লাস্ট ডেট 25th ডিসেম্বর পর্যন্ত।
42000 প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আদালতের কড়া নির্দেশ। কি সিদ্ধান্ত নিলো পর্ষদ।
আবেদন পদ্ধতি
এই Bank Recruitment 2023 এ আবেদন জানাতে হলে আগ্রহীদের অনলাইনে নিজেদের অ্যাপ্লিকেশন জমা করতে হবে। আবেদন জানানো যাবে অফিসিয়াল সাইট মারফত। ওয়েবসাইটটি হল (www.idbibank.in). আগ্রহীরা এ বিষয়ে বিস্তারিত জানতে ও পরবর্তী আপডেট পেতে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখুন।
Written by Arshi Chakraborty.