আমরা সকলেই নিজেদের ভবিষ্যতের জীবন সুরক্ষিত করার জন্য Life Insurance বা জীবনবীমা কিনে থাকি। কিন্তু অনেক সময় সঠিক তথ্য না থাকার জন্য আমরা সঠিক ইনস্যুরেন্স (Insurance) না কিনে সমস্যায় পরে যাই এবং এর মাধ্যমে আমরা নিজেদের কভার সঠিক সময় পাইনা। এমন অনেক ঘটনা আমাদের সামনে আসে যেখানে আমরা দেখতে পাই যে কিছু না কিছু শর্তাবলি ঠিক করে না মানার জন্য আমরা প্রিমিয়াম এর টাকা সঠিক সময়ে না পাওয়ার জন্য আমাদের পরিবারদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এই জন্য আপনাদের সদা সতর্ক থাকতে হবে।
Why You Buy Life Insurance?
আমরা প্রত্যেকেই নিজেদের পরিবারের মানুষদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই Life Insurance কিনে থাকি এবং এর মাধ্যমে বিনিয়োগকারীর মৃত্যু হলে পরিবারের যেই সদস্য নমিনি থাকবেন সে এককালীন একটি মোটা অঙ্কের টাকা পেয়ে যাবেন এবং এর ফলে সকলের অনেক ধরণের সুবিধা হয়। কিন্তু টাকা পয়সার বিষয়ে আমাদের সদা সতর্ক হয়ে বিনিয়োগ (Invest) করা উচিত। এই সকল কিছু তোঁ ঠিক আছে কিন্তু এবারে জেনে নিন আমাদের জীবন বীমা করার প্রয়োজনীয়তা কি আছে?
Life Insurance করার প্রয়োজনীয়তা সম্পর্কে দেখুন
১) ভবিষ্যতের চিন্তা করে
নিজের পরিবারের কথা চিন্তা করে আপনাদের উচিত এই কাজ সম্পন্ন করে রাখা। কারণ ভবিষ্যতে কি হতে চলেছে সেই সম্পর্কে আমরা কিছুই জানি না, এই জন্য আমাদের সকলের উচিত এই সকল কাজ আগের থেকে সেরে রাখা।
২) কর থেকে মুক্তি
ট্যাক্স থেকে বাঁচার জন্য আপনারা এই কাজটি করতে পারেন, কারণ আমাদের দেশের নিয়ম অনুসারে এমন অনেক জীবন বীমা পলিসি (Life Insurance Policy) আছে যেই সকল পলিসি কেনার মাধ্যমে আপনারা এককালীন ট্যাক্স বাঁচাতে পারবেন।
৩) সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করা
আমাদের সমাজে প্রত্যেক বাবা মা চায় তার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত থাকুন এবং সেই জন্য তারা নিজেদের জীবন ভর অনেক প্রচেষ্টা করেন। এই কারণের জন্য সকলের উচিত যে বীমা পলিসি (LIC) করে রাখা উচিত ও তাতে নিজের সন্তানকে নমিনি রাখা উচিত।
৪) অবসর চিন্তামুক্ত করা
সকল মানুষই সুখে শান্তিতে বেঁচে থাকতে চায় এবং এই জন্য আপনারা নিজেদের নামে জীবন বীমা কিনে রাখতে পারেন। সকল প্রকার শরীর খারাপ বয়স কালেই হয়ে থাকে এবং এই জন্য অনেকেরই সারা জীবনের পুঁজি শেষ হয়ে যায়। এই কারণের জন্য সকলকে আগের থেকেই সচেতন থাকা উচিত।