চাকরিপ্রার্থী তরুণ তরুণীদের জন্য খুশির খবর। যারা এতদিন সঠিক চাকরির সন্ধান করছিলেন তাঁরা IIT Kharagpur Recruitment তথা আইআইটি খড়গপুরের নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে পারবেন। তবে, এখানে আবেদন জানাতে হলে বেশ কিছু যোগ্যতা থাকতে হবে। কোন পদে নিয়োগ দিচ্ছে আইআইটি (IIT) খড়গপুর? কারা আবেদন জানাতে পারবেন এখানে? জেনে নিন আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে।
IIT Kharagpur Recruitment for Academic Staf
- ভ্যাকেন্সি ডিটেলস
- শিক্ষাগত যোগ্যতা
- বয়সসীমা
- বেতন
- আবেদন পদ্ধতি
- আবেদনের সময়সীমা
ভ্যাকেন্সি ডিটেলস
ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি বা আইআইটি খড়গপুরের তরফে সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে রেখি সেন্টার অফ এক্সেলেন্স ফর দ্য সায়েন্স অফ হ্যাপিনেস।মূলত একটি গবেষণা সংক্রান্ত কাজের জন্য এই IIT Kharagpur Recruitment হবে।
প্রকল্পটি স্পনসর করবে সুইস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের অফিসিয়াল সাইটে প্রকাশ পেয়েছে বিজ্ঞপ্তিটি। নোটিফিকেশনে বলা হয়েছে, এখানে অ্যাকাডেমিক স্টাফ (ভিস্যুয়াল আউটপুটস) পদে কর্মী নিয়োগ হবে। প্রথমে একবছরের জন্য এই নিয়োগ চলবে, পরে প্রয়োজন অনুসারে এর মেয়াদ বাড়তে পারে।
শিক্ষাগত যোগ্যতা
আইআইটি খড়গপুর তথা IIT Kharagpur Recruitment আবেদনরত প্রার্থীদের জন্য বেশ কিছু যোগ্যতার মাপকাঠি রাখা হয়েছে। যেমন, সংশ্লিষ্ট প্রার্থীদের কোনোও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে।
গ্রাম পঞ্চায়েতে 7216 টি পদে কর্মী নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন করুন
বয়সসীমা
যে সমস্ত প্রার্থীরা এই আইআইটি খড়গপুর তথা IIT Kharagpur Recruitment এ অংশ নিতে চান তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। এখানে আবেদনের ক্ষেত্রে উল্লিখিত বয়সসীমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বেতন
এই আইআইটি খড়গপুর তথা IIT Kharagpur Recruitment এ যাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন ও শূন্যপদে নিয়োগ পাবেন তাঁদের প্রতিমাসে 25 হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
(A) আইআইটি খড়গপুর তথা IIT Kharagpur Recruitment এর আবেদন প্রক্রিয়া চলবে অনলাইনে। আবেদন জানাতে হলে প্রার্থীকে IIT খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
(B) ওয়েবসাইটের হোমপেজ থেকে জবস অপশনে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত, এক ক্লিকেই ডাউনলোড লিংক।
(C) এরপর নিজেদের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে নিন অ্যাপ্লিকেশন ফর্মটি। খেয়াল রাখবেন, অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে।
(D) ফর্ম ফিল আপ হলে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করবেন ও আবেদনমূল্য জমা দেবেন।সবশেষে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করবেন।
(E) অবশ্যই উল্লিখিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করবেন, নচেৎ আপনার অ্যাপ্লিকেশন গৃহীত হবে না।
আবেদনের সময়সীমা
এই আইআইটি খড়গপুর তথা IIT Kharagpur Recruitment এ আবেদন জানানো যাবে আগামী 15th ফেব্রুয়ারি 2024 এর মধ্যে। তারপর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। এছাড়া, এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।
Written by Purbasha Chakraborty.