Online LPG Payment – অনলাইনের মাধ্যমে গ্যাসের দাম দিলে নির্ধারিত দামের থেকে কম খরচ হবে।

অনলাইনে গ্যাস বুকিং এর সঙ্গে সঙ্গে অনলাইনের মাধ্যমে গ্যাসের দাম (Online LPG Payment) চোকানো নিয়ে সুদূর ভবিষ্যতের জন্য এক পরিকল্পনা বাস্তবায়িত করার পথে এগতে চলেছে কেন্দ্রীয় সরকার (Government Of India). এখন আমরা অনেকেই বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন পেমেন্ট অ্যাপের মাধ্যমে এই সংক্রান্ত ভুগতান করে থাকি। কিন্তু ভবিষ্যতে আপনারা নিজেদের ডেবিট কার্ড (Debit Card) ও Credit Card (ক্রেডিট কার্ড) ব্যবহারের মাধ্যমে আপনারা এই দাম জমা করতে পারবেন।

Online LPG Payment Method In India.

২০১৪ সাল থেকেই নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রধানমন্ত্রী (PM) হওয়ার পর থেকেই নগদ লেনদেন কম করার জন্য অনেক ধরণের পদক্ষেপ গ্রহণ করেছেন। এই সকল পদক্ষেপের মধ্যে এই অনলাইনের মাধ্যমে রান্নার গ্যাসের (Cooking Gas Price) দাম দেওয়া। আমরা অনেকেই এখনো পর্যন্ত রান্নার গ্যাসের লোক বাড়িতে গ্যাস দিতে আসলে তাকে নগদেই এর ভুগতান করে থাকি (Online LPG Payment). অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে এই আবেদন করবেন সেই সম্পর্কেও এই প্রতিবেদনে জানানো হল।

কিন্তু এই নগদে গ্যাস কেনার মাধ্যমে অনেক অসাধু মানুষরা নিজেদের কালো টাকা (Black Money) সাদা করার চেষ্টা করছেন। কিন্তু এই সকল অনিয়ম রোখার জন্যই Online LPG Payment সিস্টেম নিয়ে আসা হচ্ছে। কিন্তু কবে থেকে এই সুবিধা চালু হবে? বলে রাখা ভালো এই প্রক্রিয়া এখনো চালু আছে, খালি অনলাইন ওয়েবসাইটে বুকিং করলে আপনারা এই সুযোগ পাবেন। কিন্তু ভবিষ্যতে POS মেশিন ব্যবহার করে এর ভুগতান করা হবে।

Online LPG Payment কিভাবে দেবেন

  • ১) Indane, HP, Bharat Petroleum এর মধ্যে যে কোন ওয়েবসাইটে আপনাকে যেতে হবে।
  • ২) নিজের Consumar ID দিয়ে লগ ইন করে নিতে হবে।
  • ৩) আরও সকল তথ্য দিয়ে নিজের গ্যাস বুকিং করে নিতে হবে।
  • ৪) পেমেন্ট অপশনে গিয়ে নিজের ডেবিট বা ক্রেডিট কার্ডের সকল তথ্য দিয়ে দিতে হবে।
  • ৫) মোবাইলের OTP দিয়ে দিলে আপনাদের বুকিং কনফার্ম হয়ে যাবে।


New LPG Connection কিভাবে আবেদেন করবেন

১) অনলাইনে মোবাইলের মাধ্যমে অতি সহজে আপনারা এই কাজ করে নিতে পারবেন।
২) www.mylpg.in এই ওয়েবসাইটে যান।
৩) LPG ID অপশনে ক্লিক করতে হবে।
৪) এরপর Register For New Connection এই অপশনে ক্লিক করতে হবে।

৫) New Connection এই অপশনে ক্লিক করে নিতে হবে।
৬) আপনাকে রেজিস্টার করে নিতে হবে।
৭) নিজের নাম, মোবাইল নম্বর, ই মেল দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
৮) আপনাকে নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে নিতে হবে।

৯) আপনাকে নিজের KYC (Know Your Customer) করিয়ে নিতে হবে।
১০) এর জন্য নিজের নাম, জেন্ডার, ঠিকানা, জন্মের তারিখ, দেশ এই সব কিছু সিলেক্ট করে নিতে হবে।
১১) এর পরের ধাপে আপনাকে নিজের পরিচয় পত্র ও ঠিকানার পরিচয় পত্র আপলোড করে দিতে হবে।
১২) আপনারা যদি চান তাহলে অফলাইনের মাধ্যমেও এই কাজ সম্পন্ন করতে পারবেন।

Relief Fund Donation – মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করতে চান? সঠিক পদ্ধতি দেখে নিন।

1 thought on “Online LPG Payment – অনলাইনের মাধ্যমে গ্যাসের দাম দিলে নির্ধারিত দামের থেকে কম খরচ হবে।”

  1. কেন এই পদ্ধতি? কোনো কাজ নেই ভারত সরকার সাধারণ মানুষকে নাজেহাল করছে, যারা কালো বাজারি করে তাঁদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছেনা পারবেওনা

    Reply

Leave a Comment