সকল দেশবাসীর কাছে রান্নার গ্যাস হল একটি অতি প্রয়োজনীয় জিনিস, আর এই New LPG Connection বা এলপিজি গ্যাসের সংযোগ পাওয়া খুব একটা সহজ উপায় নেই। কারণ বর্তমানের যুগে সমগ্র দেশে প্রায় সকল নাগরিকদের বাড়িতেই এই রান্নার গ্যাসের সংযোগ আছে। কিন্তু এমন অনেক মানুষই আছেন যারা নিজেদের কর্মসূত্রে অন্যত্র চলে যাওয়ার জন্য আবার তাদেরকে পুনরায় নতুন করে এই গ্যাস কানেকশান (Cooking Gas Connection) নিতে হয়।
New LPG Connection Details.
কিন্তু সঠিক নিয়ম, নথিপত্র ও পদ্ধতি না জানার জন্য অনেকেরই কিছু না কিছু ভুল থাকে সেই কারণের জন্য সকলেরই New LPG Connection পেতে সমস্যায় পরতে হয়। আমাদের দেশে মূলত দুইটি প্রধান রান্নার গ্যাসের সাপ্লাই এর কোম্পানি আছে Indane ও Hindustan Petroleum. এই দুই কোম্পানি ছাড়াও আরও কিছু সরকারি ও বেসরকারি কোম্পানি আছে, কিন্তু এই সকল কোম্পানিতে আবেদন করার নিয়ম একই।
New LPG Connection নেওয়ার জন্য দরকারি নথিপত্রঃ-
১) আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, রেশন কার্ড।
২) বর্তমানের নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
৩) পাসপোর্ট এর সকল তথ্য (যদি থাকে)।
৪) ব্যাংকের পাশবই এর জেরক্স।
৫) একটি পরিবারে শুধুমাত্র একটিই গ্যাসের সংযোগ দেওয়া হবে।
New LPG Connection কিভাবে আবেদেন করবেনঃ-
১) অনলাইনে মোবাইলের মাধ্যমে অতি সহজে আপনারা এই কাজ করে নিতে পারবেন।
২) www.mylpg.in এই ওয়েবসাইটে যান।
৩) LPG ID অপশনে ক্লিক করতে হবে।
৪) এরপর Register For New Connection এই অপশনে ক্লিক করতে হবে।
৫) New Connection এই অপশনে ক্লিক করে নিতে হবে।
৬) আপনাকে রেজিস্টার করে নিতে হবে।
৭) নিজের নাম, মোবাইল নম্বর, ই মেল দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
৮) আপনাকে নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে নিতে হবে।
৯) আপনাকে নিজের KYC (Know Your Customer) করিয়ে নিতে হবে।
১০) এর জন্য নিজের নাম, জেন্ডার, ঠিকানা, জন্মের তারিখ, দেশ এই সব কিছু সিলেক্ট করে নিতে হবে।
১১) এর পরের ধাপে আপনাকে নিজের পরিচয় পত্র ও ঠিকানার পরিচয় পত্র আপলোড করে দিতে হবে।
১২) আপনারা যদি চান তাহলে অফলাইনের মাধ্যমেও এই কাজ সম্পন্ন করতে পারবেন।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদনের পদ্ধতি সম্পর্কে জেনে নিন।