India Post Recruitment – কেন্দ্রীয় সরকারের তরফে ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ।

ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে কর্ম সংস্থানের সুযোগ, বিরাট পরিমাণে কর্মী নিয়োগ করা হবে (India Post Recruitment ). এমন বিজ্ঞপ্তিই সম্প্রতি প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ। তাদের তরফ থেকে যে নোটিশটি প্রচার করা হয়েছে সেখানে সাফ জানানো হয়েছে যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের জন্য এক্সিকিউটিভ পদে কর্মী নেওয়া হবে। একটি বিশেষ সময়কাল পর্যন্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানতে পারবেন।

India Post Recruitment

ইচ্ছুক প্রার্থীরা আর দেরি না করে চটপট এই পোস্টের জন্য আবেদন জানান (India Post Recruitment ). কারণ এখানে অনেক কেউ আবেদন জানাতে পারলেও খুব অল্প সংখ্যক ব্যক্তিই চাকরি করার সুযোগ পাবেন। শূন্যপদ সংখ্যা রয়েছে খুবই নুন্যতম। আজকের আর্টিকেলের মাধ্যমে জেনে নিন ভাক্যান্সী ডিটেলস সহ বেতন ও আবেদন পদ্ধতি।

  • ভাক্যান্সী ডিটেলস
  • বেতন ও বয়সসীমা
  • শিক্ষাগত যোগ্যতা
  • আবেদন পদ্ধতি ও ফী

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে পোস্ট অফিসে 20,200 টাকা বেতনসহ মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগ।

ভাক্যান্সী ডিটেলস

কেন্দ্রীয় সরকারের পোস্ট অফিস বিভাগের অধীনস্থ ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংক এর এক্সিকিউটিভ পদে মোট 47 টি শূন্যপদ আছে। যার মধ্যে 7 টি রয়েছে তপশিলি জাতিদের জন্য, 3 টি রয়েছে তপশিলি উপজাতিদের জন্য, 12 টি obc ক্যাটাগরির, 4 টি অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য।

বেতন ও বয়সসীমা

এক্সিকিউটিভ পদে চাকরি পাওয়ার পর আপনি মাসিক 30 হাজার টাকা করে বেতন পাবেন এবং 21 থেকে 35 বছরের মধ্যবর্তী যারা আছেন তারা কেবলমাত্র এই পদের জন্য আবেদন জানাতে পারবেন (India Post Recruitment ). তপশিলি জাতি ও উপজাতিদের জন্য বয়সের বিশেষ কিছু ছাড় আছে যা আপনারা বিজ্ঞপ্তির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন।

post office recruitment - (ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ)

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা বলতে এখানে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হলেই হবে।

আবেদন পদ্ধতি ও ফী

১) প্রথমে আপনাকে এর অফিশিয়াল ওয়েবসাইট www.ippbonline.com এ যেতে হবে।
২) পরের স্টেপ ক্যারিয়ার অপশনে ক্লিক করে রেজিস্টার্ড করতে হবে।
৩) তারপর অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে।
৪) 5th এপ্রিল 2024 এর মধ্যে আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৫) তপশিলি জাত ও তপশিলি উপজাতিদের জন্য আবেদন মূল্য রাখা হয়েছে 150 টাকা করে যা বাকিদের জন্য 750 টাকা।

পোস্ট অফিসে মাধ্যমিক পাশে পার্মানেন্ট চাকরির সুযোগ।

রাজ্য ও কেন্দ্র সরকারীও বিভিন্ন ধরনের চাকরির খবর চাকরির আপডেট জানতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। রাজ্য ও কেন্দ্র সরকারীও ছাড়াও এখানে বিভিন্ন ধরনের সুনাম খ্যাত লিমিটেড কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রতিক্ষিত চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে সর্বপ্রথম আপডেট দেওয়ার চেস্টা করে থাকি।

1 thought on “India Post Recruitment – কেন্দ্রীয় সরকারের তরফে ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ।”

Leave a Comment