Agniveer Recruitment – মাধ্যমিক পাশে প্রচুর শূন্যপদে অগ্নিবীর নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি।

ভারতীয় সেনাবাহিনীর জন্য অগ্নিবীর (Agniveer Recruitment) নিয়োগ প্রক্রিয়া শুরু হলো দেশে। গোটা দেশের যে কোনো প্রান্তের যুবক -যুবতীরা অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়া 2024 এ অংশ নিতে পারবেন। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীরা অগ্নিপথ স্কিমের অধীনে ভারতীয় সশস্ত্র বাহিনীতে কাজ করার সুযোগ পাবেন। নিয়োগ করা হবে বেশ কিছু শূন্যপদে। আসুন জেনে নেওয়া যাক এই গোটা নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি।

Indian Army Agniveer Recruitment in 2024

ভ্যাকেন্সি ডিটেলস

Agniveer Recruitment (2024) প্রক্রিয়ায় সাধারণ, প্রযুক্তিগত, টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান এই সকল পদের জন্য বিপুল শূন্যপদে নিয়োগ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রের আবেদন যোগ্যতা কী? জেনে নেওয়া যাক একনজরে।

অগ্নিবীর পদ (সাধারণ)
যে সকল প্রার্থীরা এই Agniveer Recruitment এর সাধারণ পদে আবেদন জানাতে চান, তাঁদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে 45 শতাংশ নম্বর-সহ দশম শ্রেণী পাশ ও সমস্ত বিষয়ে 33 শতাংশ নম্বর থাকতে হবে।

অগ্নিবীর পদ (প্রযুক্তিগত)
যে সকল প্রার্থীরা এই Agniveer Recruitment এর প্রযুক্তিগত পদে আবেদন জানাতে চান, তাঁদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে 50 শতাংশ নম্বর সহ দ্বাদশ শ্রেণী পাশ। প্রার্থীদের একাদশ-দ্বাদশে পদার্থবিদ্যা রসায়ন ও গণিত থাকতে হবে, ইন্টারমিডিয়েটের সমস্ত বিষয়ে 40 শতাংশ নম্বর-সহ উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, প্রার্থীকে NIOS সহ, NSQF স্তর 4 বা কমপক্ষে এক বছরের IIT কোর্স করা অভিজ্ঞতা থাকতে হবে।

অগ্নিবীর পদ (টেকনিক্যাল)
এই পদে কর্মরতরা মূলত গোলাবারুদ পরীক্ষক, ক্লার্ক স্টোর কিপার পদে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আবেদন যোগ্যতা কমার্স, আর্টস ও সায়েন্স স্ট্রিম থেকে ন্যুনতম 60 শতাংশ নম্বর সহ ও প্রতিটি বিষয়ে 50 শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।

অগ্নিবীর পদ (ট্রেডসম্যান)
যে সকল প্রার্থীরা এই পদে আবেদন জানাতে চান, তাঁদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে দশম শ্রেণী উত্তীর্ণ। সঙ্গে সমস্ত বিষয়ে কমপক্ষে 33 শতাংশ নম্বর থাকতে হবে।

নির্বাচনী প্রক্রিয়া

ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়াটি দুটি পর্যায়ে বিভক্ত। যার প্রথম পর্বে কম্পিউটার ভিত্তিক সিবিটি (CBT) পরীক্ষা নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনলাইনে সাধারণ প্রবেশিকা পরীক্ষা হিসেবে এই পরীক্ষাটির আয়োজন করা হয়। আর দ্বিতীয় পর্বে মেডিক্যাল পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন ইত্যাদি সেরে নির্বাচিত প্রার্থীদের উল্লিখিত শূন্যপদে জন্য নিয়োগ করা হয়।

ব্যাংকে চাকরির সুযোগ! মাসিক বেতন লক্ষাধিক।

আবেদন পদ্ধিতি

অগ্নিবীর রিক্রুটমেন্ট 2024 এ অংশ নেওয়ার জন্য প্রত্যেক প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদনপত্র ফিল আপ করে জমা দিতে হবে। আবেদন ফি হিসেবে 250/- টাকা ধার্য করা হয়েছে। আবেদনপত্রটি পূরণ করার সময় দেখে বিবেচনা করে ফিল আপ করবেন। যদি কোনো ডকুমেন্ট দেওয়ার থাকে তবে সেটি সংযুক্ত করে দেবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

Govt Jobs (সরকারি চাকরি)

পরীক্ষার প্যাটার্ন

ভারতীয় সেনাবাহিনী আগ্নিবীরের পরীক্ষার প্যাটার্ন প্রতিটি পদের জন্য পরিবর্তিত হয়। এই পরীক্ষাটি অনলাইন মারফত হবে। এই পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে-
১. অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে।
২. প্রার্থীদের 1 ঘন্টার মধ্যে 50 টি বা 2 ঘন্টার মধ্যে 100 টি প্রশ্নের উত্তর দিতে হতে পারে।

42000 প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আদালতের কড়া নির্দেশ। কি সিদ্ধান্ত নিলো পর্ষদ।

৩. প্রতিটি ভুল উত্তরের জন্য 25% নম্বর কাটা হবে (নেগেটিভ মার্কিং)।
৪. অপ্রত্যাশিত প্রশ্নের জন্য কোন নম্বর কাটা হবে না।
৫. প্রতিটি সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর প্রদান করা হবে।
৬. সমস্ত চেষ্টা করা প্রশ্ন, এমনকি যেগুলি পর্যালোচনার জন্য চিহ্নিত করা হয়েছে, মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে।
Written by Arshi Chakraborty.

Leave a Comment