Post Office Recruitment – 19,900 টাকা বেতনসহ মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ।

আপনি কি কোনো চাকরির জন্য হন্যে হয়ে খুঁজছেন? এই প্রতিবেদনে রয়েছে এমনই একটি খুব ভালো চাকরির খবর। Post Office Recruitment এ বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20/12/2023 তারিখে। এই পরীক্ষায় বসার জন্য খুব বেশি একটা ডিগ্রি থাকতে হবেনা। আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলেই এই পদে আবেদন করার যোগ্য। তাছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়ুন।

Indian Post Office Recruitment 2023-24

  • পদের নাম ও নিয়োগ সংখ্যা
  • বয়স সীমা
  • শিক্ষাগত যোগ্যতা
  • বেতন
  • নিয়োগ প্রক্রিয়া
  • আবেদন প্রক্রিয়া
  • আবেদন করার ওয়েবসাইট
  • আবেদন মূল্য

পদের নাম ও নিয়োগ সংখ্যা

Post Office Recruitment চাকরিতে যে পদে নিয়োগ করা হবে সেটি হলো স্টাফ কার ড্রাইভার। এই পদে কাজের জন্য এখানে মোট 7 জনকে কর্মী নিয়োগ করা হবে। তারমধ্যে UR- 5 টি, ST- 2 টি।

বয়স সীমা

এই Post Office Recruitment পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা 18 বছর থেকে সর্বোচ্চ 27 বছর মধ্যে বয়স হয়ে হবে। এই বয়স এর উর্দ্ধে বা নীম্নে কোন প্রার্থী আবেদন করতে পারবে না।

শিক্ষাগত যোগ্যতা

Post Office Recruitment এ চাকরির জন্য আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে। শুধু মাত্র মাধ্যমিক পাশেই এই চাকরি পেতে পারে প্রার্থী।

বেতন

উক্ত এই Post Office Recruitment পদে চাকরির জন্য মাসিক বেতন দেওয়া হবে প্রতিমাসে পে ম্যাট্রিক্স অনুযায়ী 19,900/- থেকে 63,200/- টাকা।

নিয়োগ প্রক্রিয়া

এই কাজের জন্য আপনাকে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। সেই সাথে যেহেতু এটা ড্রাইভিং এর কাজ তাই একটা ড্রাইভিং টেস্ট আপনাকে দিতে হবে। যিনি দুটো পরীক্ষায় সবচেয়ে বেশি যোগ্য হবে তাকেই নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে হবে। তাই প্রথমেই আপনাকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং ভালো করে বিজ্ঞপ্তি পড়তে হবে। বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে তাতে যা যা ডিটেইলস চেয়েছে সব লিখে পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং তার সাথে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে হবে।

রাজ্য মাধ্যমিক পাশে দমকল বিভাগে 1 হাজারেও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ।

আবেদন করার ওয়েবসাইট

এই কাজের জন্য অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের শেষ তারিখ 20/01/2024. আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – Assistant Director (Staff), O/o the Chief Postmaster General, Chhattisgarh Circle, Raipur-492001

আপনাকে www.indiapost.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে আপনি চাকরি সংক্রান্ত সব তথ্য পাবেন তবে আবেদনের আগে ভালো করে পড়ে নিন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

District Co-ordinator (ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর)

আবেদন মূল্য

এই চাকরিতে আবেদন করার জন্য সামান্য মূল্য দিতে হবে তবে যেহেতু এটা অফলাইন প্রক্রিয়াতে আবেদন করতে হবে তাই কোথায় কিভাবে টাকা দিতে হবে এখনো বলা হয়নি। আপনি আবেদন করার আগে সংস্থার ওয়েবসাইটে গিয়ে ভালো করে বিজ্ঞপ্তি পড়ে নিয়ে নিজ দায়িত্বে আবেদন করবেন।

খাদ্য দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ। মোট 17500 জনের চাকরি হবে।

চাকরি সংক্রান্ত আরও নিত্য নতুন আপডেট জানতে নিয়মিত ফলো রাখুন এই পেজে। আর আমরা আপনাকে অনেক নতুন চাকরির সন্ধান দেব। হয়তো এই চাকরি আপনার জীবনে খুশির খবর এনে দিতে পারে। তাই দেরি না করে এখনি আবেদন করে ফেলতেই পারেন।

Leave a Comment