Post Office Scheme – নতুন বছরে পোস্ট অফিসের কোন স্কিমের সুদের হার বাড়তে চলেছে?

Post Office Scheme গুলি জনসাধারণের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। কারণ মনে করা হয়, পোস্ট অফিসের স্কিমগুলি অনেক বেশি নিরাপদ ও এখানে সুদের হারও বেশি। জনগণ তাঁদের পরিশ্রমের অর্থ পোস্ট অফিসের এই স্কিমগুলিতে বিনিয়োগ করেন ও একটি নির্দিষ্ট সময় পর সুদ সহ রিটার্ন পান। এদিকে, আমজনতার অপেক্ষা থাকে কবে পোস্ট অফিসের স্কিমগুলির সুদের হার বাড়বে। সাধারণত এই সুদের হার বৃদ্ধি কমার সিদ্ধান্ত নেয় সরকার। চলতি মাসে এ বিষয়ে বৈঠক আয়োজিত হবে বলে জানা যাচ্ছে।

Post Office Scheme Interest Rate Hike 2024

সম্প্রতি সূত্রের খবর, নতুন বছরের শুরুর দিকে Post Office Scheme গুলির সুদের হার বাড়তে পারে। কিন্তু সুদের হার কত বাড়বে তা নিয়ে চলতি মাসের শেষ পর্বে বৈঠকের আয়োজন করা হবে বলে খবর। আগামীকাল 29 ডিসেম্বর এ নিয়ে বৈঠক আয়োজিত হবে। এই বৈঠকে জানুয়ারি – মার্চ 2024 এর সুদের হার নির্ধারিত হবে বলে জানা যাচ্ছে।

অতএব পোস্ট অফিসে টাকা বিনিয়োগ কারীরা অতি শীঘ্রই সুখবর পেতে চলেছেন। নতুন বছরের শুরুতে বিনিয়োগকারীদের জন্য খুশির খবর আনতে চলেছে সরকার। বরাবরই Post Office Scheme গুলি আমজনতার কাছে অত্যন্ত প্রিয়। ঝুঁকি কম ও ভালো রিটার্ন পাওয়ার আশায় অনেকেই বিনিয়োগ করেন এখানে।

সরকার স্কিমগুলির সুদের হার নিয়ে নয়া সিদ্ধান্ত নিলে সেক্ষেত্রে বিনিয়োগকারীদের পকেটে আসবে অধিক অর্থ। বর্তমানে সরকারি বেশ কিছু স্কিম দেশে যথেষ্ট জনপ্রিয়। এর মধ্যে রয়েছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিংস স্কিম, কিষান বিকাশ পত্র ইত্যাদি। জানা যাচ্ছে, এই স্কিমগুলির সুদের হার বাড়াতে চলেছে সরকার।

নতুন বছরের শুরু থেকেই এই সুবিধা পেতে পারেন আমজনতা। আপাতত এটাই অনুমান করা হচ্ছে। এর আগে 1st অক্টোবর 2023 এ যে সুদের হার প্রকাশ করা হয়েছিল সেখানে সরকার শুধুমাত্র 6 বছরের RD তে সুদের হার বাড়ায়। কিন্তু এবার মনে করা হচ্ছে অন্যান্য স্কিমগুলির সুদের হারেও পরিবর্তন আনা হবে।

ডাক বিভাগে 63,200 টাকা বেতনসহ মাধ্যমিক পাশে চাকরির সুযোগ।

সাধারণত মুদ্রাস্ফীতি ও তারল্যের উপর নজর রেখে পোস্ট অফিসের স্কিমগুলির সুদের হার পরিবর্তন করা হয়। এর আগে 1st অক্টোবর 2023 সর্বশেষ সুদের হার প্রকাশ করা হয়েছিল। এটি কার্যকর থাকবে আগামী 31st ডিসেম্বর 2023 পর্যন্ত। তারপর সুদের হার কত হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই বৈঠক ডাকছে সরকার। প্রয়োজন অনুসারে এই সুদের হার পরিবর্তন করা হয়।

Government Scheme (সরকারি প্রকল্প)

আর যদি কোনো প্রয়োজন না থাকে তবে সুদের হার অপরিবর্তিত থাকে। যেহেতু পূর্ববর্তী সুদের হার ডিসেম্বরের 31st তারিখ পর্যন্ত কার্যকর থাকবে, তাই জানুয়ারি থেকে নয়া সুদের হার চালু হবে বলেই ধারণা করা হচ্ছে। বর্তমানে Post Office Scheme গুলির মধ্যে সিনিয়র সিটিজেন স্কিমে সবচেয়ে বেশি সুদের হার প্রদান করা হয়।

পোস্ট অফিসের নতুন এই স্কিমে এককালীন বিনিয়োগ করে প্রতিমাসে পান 9250/- টাকা।

প্রবীন নাগরিকদের জন্য পোস্ট অফিসে পরিচালিত সিনিয়র সিটিজেন স্কিমটিতে সুদের হার 8.2 শতাংশ। আর পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের ক্ষেত্রে সুদের হার 7.1 শতাংশ। আশা করা যাচ্ছে নতুন সিদ্ধান্ত অনুসারে অন্যান্য স্কিমগুলিতেও সুদের হার যথেষ্ট হারে বাড়ানো হবে।
Written by Arshi Chakraborty.

Leave a Comment