Indian Railway Recruitment – ভারতীয় রেলে উচ্চমাধ্যমিক পাশে 37 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ।

রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বিরাট খুশির খবর। অনেকদিন ধরে যাঁরা Indian Railway Recruitment এর সুযোগ খুঁজছিলেন, তাঁরা এবার প্রচুর শূন্যপদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সম্প্রতি ভারতীয় রেল বিভাগ জানিয়েছে 37 হাজারেরও বেশি পদে নিয়োগ কর্মসূচি শুরু হচ্ছে। যা নিঃসন্দেহে সকলের জন্য একটি দারুণ সুযোগ।

Indian Railway Recruitment 2023-24 Online Apply

ভারতীয় রেল বিভাগ সাম্প্রতিক বিজ্ঞপ্তি মুখে হাসি ফুটিয়েছে চাকরিপ্রার্থীদের। এই Indian Railway Recruitment প্রক্রিয়ায় বিপুল শূন্যপদে আবেদনের সুযোগ থাকছে। এতে আবেদন জানাতে পারবেন পুরুষ, মহিলা উভয়েই। আজকের এই প্রতিবেদনে বিস্তারিত ব্যাখ্যা করা হল মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি ও আবেদনের সময়সীমা ইত্যাদি বিষয়ে।

ভ্যাকেন্সি ডিটেলসঃ
Indian Railway Recruitment এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এই নিয়োগ প্রক্রিয়ার মোট শূন্যপদের সংখ্যা 37 হাজার 842 টি। যে যে পদে নিয়োগ করা হবে, সেগুলি হলো –
1. জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট,
2. অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট,
3. জুনিয়র টাইম কিপার,

4. ট্রেন ক্লার্ক,
5. কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক,
6. ট্রাফিক অ্যাসিস্টেন্ট,
7. পণ্যবাহী ট্রেনের গার্ড,
8. সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট,
9. সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক,

10. সিনিয়র টাইম কিপার,
11. কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক,
12. স্টেশন মাস্টার।
সংশ্লিষ্ট পদগুলিতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা জেনে নেওয়া যাক।

শিক্ষাগত যোগ্যতাঃ
1. বিজ্ঞপ্তি অনুসারে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, ট্রেন ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, পদে আবেদন জানানোর জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাশ।

2. আর ট্রাফিক অ্যাসিস্টেন্ট, পণ্যবাহী ট্রেনের গার্ড, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র টাইম কিপার, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ও স্টেশন মাস্টার পদে আবেদন জানানোর জন্য তাঁর শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশন পাশ বা স্নাতক উত্তীর্ণ।।

বয়সসীমাঃ
যে সমস্ত প্রার্থীরা Indian Railway Recruitment এর আবেদন প্রক্রিয়ায় উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন জানাবেন, তাঁদের বয়স ধার্য হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে। আর যে সমস্ত প্রার্থীরা স্নাতক পাশ যোগ্যতায় আবেদন জানাবেন, তাঁদের বয়স ধার্য হয়েছে 18 থেকে 33 বছর বয়স। তবে বয়সে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।

আবেদন পদ্ধতিঃ
যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগে অংশগ্রহণ করতে চান, তারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখানে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন, ডকুমেন্ট আপলোড করবেন ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

সরকারী ব্যাংকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ। বয়স 37 বছরের মধ্যে হলেই আবেদন করুন।

নিয়োগ পদ্ধতিঃ
Indian Railway Recruitment এর এই নয়া নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত হতে গেলে প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় পাশ করতে হবে। প্রথম ধাপে হবে কম্পিউটার বেসড টেস্ট বা CBT. এটি 100 নম্বরের পরীক্ষা। প্রশ্ন থাকবে 100 টি। মোট সময় দেড় ঘন্টা। CBT পরীক্ষায় যাঁরা পাশ করবেন, তাঁরা দ্বিতীয় ধাপে একই পদ্ধতিতে অপর একটি পরীক্ষা দিতে হবে।

WB Recruitment (পশ্চিমবঙ্গে চাকরি)

এই পর্বে থাকবে 120 টি প্রশ্নের উপর 120 নম্বরের পরীক্ষা। এই পর্বে যাঁরা পাশ করবেন, তাঁদের অ্যাপটিটিউড টেস্ট-সহ অন্যান্য পরীক্ষা হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন করে তাঁদের নিয়োগ দেওয়া হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট নজর রাখুন।

বদলে গেল প্রাইমারি টেট পরিক্ষার নিয়ম! কোন নিয়মে পরিবর্তন এল দেখে নিন।

Indian Railway Recruitment এর শূন্য পদে নিয়োগের জন্য রেলওয়ের সমস্ত জোনগুলোতে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে। বর্তমানে নর্দান জনে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে 11th ডিসেম্বর থেকে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে 1st জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত।
Written by Arshi Chakraborty.

Leave a Comment