Railway Recruitment – ভারতীয় রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। ফের ভারতীয় রেলে কর্মী নিয়োগ বা Railway Recruitment এর বিজ্ঞপ্তি প্রকাশিত। রেলে চাকরি পাওয়ার স্বপ্ন থাকে বহু চাকরিপ্রার্থীর। কিন্তু সঠিক সুযোগের অভাবে স্বপ্ন অধরাই থেকে যায়। তবে এবার যুবক-যুবতীদের সুখবর দিল রেল। খুব শীঘ্রই ভারতীয় রেলের নতুন শূন্যপদে কর্মী নিয়োগ হবে বলে জানা যাচ্ছে। কোন পদের জন্য চলছে নিয়োগ? কারা আবেদন জানাতে পারবেন? এ সকল বিষয়ে জানার জন্য মন দিয়ে পড়ে নিন আজকের এই প্রতিবেদনটি।

Indian Railway Recruitment

ভ্যাকেন্সি ডিটেলস

সম্প্রতি রেলের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে North East Frontier Railway/Rangiya Divison. বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলের টিকিট সেলার পদে কর্মী নিয়োগ হবে। পদের নাম ‘Halt Contractor (GSA)’। আসুন জেনে নেওয়া যাক সংশ্লিষ্ট পদের আবেদন যোগ্যতা সম্বন্ধে (Railway Recruitment).

শিক্ষাগত যোগ্যতা

রেলের টিকিট সেলার পদের নিয়োগে আবেদন জানাতে হলে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদের জন্য আবেদন জানাতে হলে উক্ত আবেদনকারীকে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তাছাড়া প্রার্থীকে নির্দিষ্ট স্টেশনের স্থায়ী লোকাল বাসিন্দা হতে হবে। পাশাপাশি, চাকরির জন্য প্রার্থীদের শারীরিক ভাবে ফিট হয়ে থাকতে হবে।

বয়সসীমা

রেলের টিকিট সেলার পদে আবেদন জানানোর আগে প্রার্থীরা অবশ্যই নিয়োগের বয়স সীমা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনরত প্রার্থীদের বয়স ১৮ বছর হলেই সে এই Railway Recruitment এ আবেদন জানাতে পারবেন।

বেতন

Railway Recruitment বা রেলের নতুন নিয়োগ প্রক্রিয়ায় টিকিট সেলার পদে নিযুক্ত ব্যক্তিদের বেতন হবে যথেষ্ট ভালো। জানা যাচ্ছে, উক্ত পদে নিয়োগ পাওয়া প্রার্থীদের সরকারি নিয়ম মেনে বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তি থেকে পাবেন বেতন সংক্রান্ত বিবরণী।

রাজ্যে মাধ্যমিক পাশে 35 হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ।

আবেদন পদ্ধতি

A) এই Railway Recruitment এ আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন করতে হবে। (nfr.indianrailways.gov.in) ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি পাবেন।
(B) এরপর নোটিফিকেশনের সঙ্গে যুক্ত থাকা অ্যাপ্লিকেশন ফর্মটি A4 পেপারে প্রিন্ট করে নিতে হবে।

Anganwadi Recruitment বা অঙ্গনওয়াড়ি নিয়োগ

(C) তারপর অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
(D) অবশ্যই সময়সীমার মধ্যে আবেদন জানান। নচেৎ আপনার আবেদন গৃহীত হবেনা।

রাজ্যে আবার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। আকর্ষণীয় বেতন সঙ্গে অন্যান্য সুবিধা।

আবেদনের সময়সীমা

এই Railway Recruitment এর আবেদন জমা হবে আগামী ১৩ই মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত। প্রার্থীরা অবশ্যই সময়ের মধ্যে নিজেদের আবেদন জমা করবেন। এছাড়া, সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই নজর রাখুন অফিসিয়াল সাইটে।
Written by Purbasha Chakraborty.