Indian Statistical Institute – এ কর্মী নিয়োগ। কলকাতার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।

ভারত সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি (ISI) বাস্তবায়ন মন্ত্রণালয় এর অধীনস্থ একটি সংস্থা হচ্ছে Indian Statistical Institute. এর মূল কাজ হচ্ছে গ্রামীণ স্তরের তথ্য সংগ্রহ করে সেই তথ্যের ভিত্তিতে বিভিন্ন সরকারী প্রকল্পের বাস্তবায়ন করা। প্রতিটা রাজ্যের মূল বড় শহরে এই সংস্থার শাখা অফিস থাকে। আমাদের কলকাতাতেও Indian Statistical Institute এর অফিস আছে। প্রতিযোগিতার এই চাকরির বাজারে চাকরি পেতে হলে নিজেকে সজাক রাখতে হবে।

সেই সাথে নিজের যোগ্যতা অর্জন করে রাখতে হবে। আপনার যোগ্যতা থাকলে চাকরি আপনার হবেই। শুধু চোখ কান একটু খোলা রাখতে হবে। অনেকে আছে আত্মবিশ্বাস হা্রিয়ে ফেলে অন্যদের কথা শুনে। “চাকরি নাই চাকরি নাই” এসব কথায় কান দিলে হবে না যাদের যোগ্যতা নাই তারাই এসব বলে বেড়ায়। আপনার যোগ্যতা থাকলে অবশ্যই চাকরি আপনি পাবেন। পিছু-পা হবেন না আপন গতিতে এগিয়ে যান আর আমাদের পোর্টালের পাতায় চোখ রাখুন।

Indian Statistical Institute- এ ২৫০০০ টাকা বেতনে চাকরি।

সম্প্রতি আমাদের কলকাতা অফিস থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকয়াশ করেছে (Indian Statistical Institute)। পশ্চিমবঙ্গের স্থায়ী যেকনো যোগ্য ব্যাক্তি এই নিয়োগে আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ যাবতীয় সব তথ্য নিচের প্রতিবেদনে আলোচনা করা হলো । পদের নামঃ Project Linked person (Linguistics) ও মোট শূন্যপদঃ ১টি।

শিক্ষাগত যোগ্যতা

ভারতের যেকোনো প্রতিষ্ঠান থেকে Linguistics/Applied Linguistics অথবা Allied Disciplines with Sound Knowledge In Bengali Lexicon, Part-of-speech, Semantics, WordNet and Lexicography ইত্যাদি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী থাকা লাগবে। চাকরি প্রার্থীকে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে হবে এবং প্রার্থীকে MS office প্যাকেজের দক্ষতা রাখতে হবে তবেই আবেদনকারী আবেদন পরবর্তী ধাপ গুলতে যুক্ত হতে পারবে।
বয়সসীমাঃ ১ জুলাই ২০২৩ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

Highest Paying Jobs (উচ্চবেতনের চাকরি)

আবেদন পদ্ধতি

আবেদনকারীকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীকে সংস্থার (Indian Statistical Institute) নির্দিষ্ট মেইল আইডিতে বিজ্ঞপ্তির নম্বর সহ মেইল করতে হবে। ই-মেইলে আবেদনকারীর নিজের নাম, স্থায়ী ঠিকানা, বাবার নাম, নিজের মেইল আইডি, নিজের মোবাইল নম্বর, ধর্মের নাম, বিবাহিত কিনা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম সন সহ যাবতীয় সব তথ্য তাদের পাঠাতে হবে। ই-মেইল আইডিতে ই-মেইল করতে হবে।

নিয়োগ পদ্ধতি

প্রার্থীদের নির্বাচন করা হবে সাক্ষাৎকারের মাধ্যমে। সাক্ষাৎকারের সঠিক তারিখ, স্থান এবং সময় যোগ্য প্রার্থীদের যানানো হবে ও সেই সাথে এই ধরনের তথ্য ভারতের Indian Statistical Institute এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখঃ ৩১ জুলাই ২০২৩।

SBI Credit Card – ষ্টেট ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য দারুণ সুসংবাদ, এই নতুন সুবিধা পাবেন।

Leave a Comment