IOCL Recruitment – মাধ্যমিক পাশে 1 হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিচ্ছে ইন্ডিয়ান অয়েল!

সম্প্রতি জানা গিয়েছে যে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বা IOCL Recruitment শূন্যপদে প্রছুর কর্মী নিয়োগ করা হচ্ছে। চাকরিপ্রার্থী তরুণ-তরুণীরা যাঁরা এতদিন একটা ভালো চাকরির সন্ধান করছিলেন, তাঁদের জন্য এবার দুর্দান্ত সুযোগ এনে দিল ইন্ডিয়ান অয়েল। বছরের শেষে বিপুল শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থা। আবেদন জানানো যাবে অনলাইনে। এই শূন্যপদ পূরণের জন্য নির্বাচনী প্রক্রিয়ার অংশগ্রহণ করতে হবে চাকরিপ্রার্থীদের।

IOCL Recruitment 2023 Vacancy Details

এই চাকরির জন্য কী কী যোগ্যতা লাগবে? আবেদনকারীকে কোন শূন্যপদে নিয়োগ করা হবে? আবেদনের পদ্ধতি কী? নিয়োগ প্রক্রিয়া কিভাবে পরিচালিত হবে? সেই সকল বিষয়ে যাবতীয় তথ্য তুলে ধরা হল আজকের প্রতিবেদনে। তাহলে আর দেরি কিসের আবেদন জানানোর আগে মন দিয়ে পড়ে ফেলুন সম্পূর্ণ প্রতিবেদনটি।

  • ভ্যাকান্সি ডিটেলস
  • শূন্যপদ
  • শিক্ষাগত যোগ্যতা
  • বয়সসীমা
  • আবেদন পদ্ধতি
  • আবেদনের সময়সীমা

ভ্যাকান্সি ডিটেলস

সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বা IOCL Recruitment এর পক্ষ থেকে বিপুল শূন্যপদে নিয়োগ প্রক্রিয়াটি গ্রহণ করা হয়েছে। এই নিয়োগে প্রার্থীদের চাকরি দেওয়া হবে ‘অ্যাপ্রেন্টিস’ পদে। এখানে যে যে পদের জন্য নিয়োগ করা হবে, সেগুলি হল –
অ্যাপ্রেন্টিস (১. ট্রেড অ্যাপ্রেন্টিস ২. টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও ৩. গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস) পদের জন্য।

শূন্যপদ

IOCL Recruitment এর এই পদগুলির জন্য মোট শূন্যপদ রাখা হয়েছে হাজারেরও বেশি। মোট শূন্যপদের সংখ্যা 1603 টি। আসুন জেনে নিই আবেদনের শর্তগুলি।

শিক্ষাগত যোগ্যতা

এই IOCL Recruitment এ আবেদন জানানোর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পদের জন্য আবেদন জানাতে হলে উক্ত প্রার্থীকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে। তবে বেশ কিছু পদের ক্ষেত্রে যোগ্যতা রাখা হয়েছে ডিপ্লোমা পাশ। এছাড়া, ডিগ্রি বা IIT (আইআইটি) পাশের যোগ্যতাতেও আবেদন জানাতে পারবেন প্রার্থীরা।

কম্পিউটার জানলেই জিও কম্পানিতে চাকরির সুযোগ। বেতন 40 হাজার, শূন্যপদ 15 হাজার।

বয়সসীমা

এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 24 বছরের মধ্যে। বয়সসীমা পেরিয়ে গেলে আবেদন জানানো যাবে না এটি অবশ্যই খেয়াল রাখবেন। তাছাড়া, 18 বছরের কম বয়সীরাও আবেদনযোগ্য নন।

Gram Panchayat Recruitment (গ্রাম পঞ্চায়েতে চাকরি)

আবেদন পদ্ধতি

(A) এই নিয়োগে আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
(B) এই ওয়েবসাইট থেকেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন প্রার্থীরা। রেজিস্ট্রেশনের পর ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে।
(C) ফর্ম ফিল আপ হলে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করবেন। সবশেষে অ্যাপ্লিকেশনটি জমা করে তার একটি কপি নিজেদের কাছে রেখে দেবেন।

টেট পরিক্ষার নিয়মে বদলি! নতুন কোন সমস্যার মুখে পড়তে চলেছে পরীক্ষার্থীরা?

আবেদনের সময়সীমা

এই নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয়েছে গত 12th ডিসেম্বর 2023 থেকে আবেদন জমা দেওয়ার লাস্ট ডেট আগামী 16th জানুয়ারি 2024 পর্যন্ত। সেক্ষেত্রে প্রার্থীরা আবেদনের সময়সীমা মেনে নিজেদের আবেদন জমা করবেন।
Written by Arshi Chakraborty.

Leave a Comment