ইতিমধ্যে কেন্দ্র সরকারের একটি ব্যাংকে বা IPPB Recruitment কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিছুদিন আগেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এবার ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের তরফ থেকে কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে। তবে কর্মী নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিক মাধ্যমে।
IPPB Recruitment 2024 apply online
নারী ও পুরুষ উভয় জাতি নির্বিশেষে এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এবার দেখা কী কী পদে আছে,বয়স ও বেতন, যোগ্যতা, নিয়োগের পদ্ধতি, কী ভাবে আবেদন জানাতে পারবেন, আবেদনের ফি এবং শূন্যপদ সংখ্যা সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হল।
- পদের নাম ও শূন্যপদ
- বয়স ও বেতন
- যোগ্যতা
- নিয়োগ পদ্ধতি
- আবেদন পদ্ধতি
- আবেদন ফি
পদের নাম ও শূন্যপদ
অ্যাসোসিয়েট কনসালটেন্ট ২৮টি, কনসালটেন্ট ২১টি, সিনিয়র কনসালটেন্ট ৫ জন , আইটি সাপোর্ট অ্যাসোসিয়েট কনসালটেন্ট২৩টি, আইটি সাপোর্ট কনসালটেন্ট১৯ জন, কোর ইন্সুরেন্স সলিউশন – সিনিয়র কনসালটেন্ট ১জন, ডেটা গভর্নেন্স/ডেটা বেস অ্যাকটিভিটি মনিটরিং – সিনিয়র কনসালটেন্ট ১টি (IPPB Recruitment).
ডিসি ম্যানেজার – সিনিয়র কনসালটেন্ট ১টি, চ্যানেল লিড সিনিয়র কনসালটেন্ট ১ জন পদে কর্মীদের নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ১০০ টি শূন্যপদে কর্মীদের নিয়োগ করা হবে এতে অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের বা IPPB Recruitment.
বয়স ও বেতন
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন ধার্য করা হয়েছে। প্রত্যেকটি পদের বেতন জানতে হলে IPPB এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের দেখতে হবে। সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের বিশেষ ছাড় রয়েছে (IPPB Recruitment).
যোগ্যতা
IPPB এর তরফ থেকে যে কটি পোস্টের জন্য বলা হয়েছে প্রত্যেকটিই কম্পিউটার ভিত্তিক। সুতরাং প্রত্যেকটিতেই আবেদন জানানোর জন্য আপনাদের কম্পিউটার ভিত্তিক ডিগ্রি কোর্স অর্থাৎ BCA, MCA, B. Tech এর মত ডিগ্রি থাকতে হবে (IPPB Recruitment).
নিয়োগ পদ্ধতি
অনলাইনে আবেদনের পর আবেদন প্রার্থীর মার্কসিটের ওপর একটি মেরিট লিস্ট তৈরি করে তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সেখানে তাদের ফিল্ডের ওপর যাচাইকরণ করা হবে। প্রয়োজনের পরবর্তীকালে পরীক্ষাও নেওয়া হতে পারে।
আবেদন পদ্ধতি
প্রথমের IPPB এর অফিসিয়াল ওয়েবসাইট www.ippbonline.com এর ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গেলেই আপনি রিক্রুটমেন্ট ফর্ম পেয়ে যাবেন। পছন্দ মতো পদ সিলেক্ট করে সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করে আবেদন ফি দিয়ে দিলেই প্রসেস কমপ্লিট।
আবেদন ফি
আবেদন প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ ৭৫০ টাকা করে ধার্য করা হয়েছে। সংরক্ষিত শ্রেণীর আবেদন ফী বাবদ তুলনামূলক কম ফি প্রদান করতে হয়। তাদের ক্ষেত্রে আবেদন ফি মাত্র ১৫০ টাকা। ৪ মে থেকে ২৪ মে পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
৪ মে সকাল ১০টা থেকে ২৪ মে রাত ১১ টা ৫৯ অব্দি আপনারা আবেদন করতে পারবেন সমস্ত প্রার্থীরা। তবে আবেদন করার শেষের দিন আবেদন না জানানোই ভালো কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আবেদনের শেষ তারিখে আবেদনে অনেক সমস্যা হয়।
আরও যাবতীয় তথ্য জানতে এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিসিট করতে পারেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফ থেকে যেকোনো ধরনের স্থায়ী চুক্তিভিত্তিক পদে আবেদনের বিজ্ঞপ্তি সর্বপ্রথম সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটে অবশ্যই চোখ রাখুন।