ভারতীয় সেনার এক অংশ ITBP আর এর তরফেই চাকরিতে নিয়োগ বা ITBP Recruitment 2023 এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৯৬২ সালে ITBP (Indo Tibetan Border Police) এর স্থাপনা করা হয়েছে। বর্তমানে প্রায় ৯০ হাজারের কাছাকাছি সেনা কর্মী রয়েছেন, মূলত এই সকল সেনা কর্মীরা ভারতের উত্তরে চিন সীমান্তে পাহারা দেওয়ার কাজ করেন। কিন্তু বিগত কিছু বছর ধরে আমরা সকলেই দেখতে পারছি যে চিনের সঙ্গে ভারতের সীমা বিবাদ চরমে উঠেছে।
ITBP Recruitment 2023 All Details In Bengali.
আর এই পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার (Government Of India) এর অধীনস্থ স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry Of Home Affairs) এর তরফে ITBP Recruitment 2023 এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা সকলে মনে করি দেশের সীমান্তে শুধুমাত্র সেনা জওয়ানরাই কাজ করেন, কিন্তু এমনটা নয়। এই সকল জওয়ানদের সঙ্গেই রান্না করার লোক, ড্রাইভার, বারবার এছাড়াও আরও অনেক পদের জন্য কর্মীর প্রয়োজন পরে।
এইবারের এই নিয়োগ প্রক্রিয়াতে (ITBP Recruitment 2023) শুধুমাত্র মাধ্যমিক পাশে সমগ্র দেশের যে কোন প্রান্তের সকল ইচ্ছুক প্রার্থীরা এই আবেদন করতে পারবেন। গ্রুপ সির অধীনে ড্রাইভার বা গাড়ি চালক পদের জন্য আপনারা এই আবেদন করতে পারবেন। এই জন্য আপনারা ITBP এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন। আজকে আমরা আবেদনের পদ্ধতি, বেতন সম্পর্কে বিস্তারিত জেনে নেব।
ITBP Recruitment 2023 আবেদনের যোগ্যতাঃ-
১) মাধ্যমিক পাশে সকলে এই আবেদন করতে পারবেন।
২) ৫০০ এর কাছাকাছি শূন্যপদের জন্য এই আবেদন করা হচ্ছে।
৩) মূলরূপে ভারতীয় নাগরিকরা এই আবেদন করতে হবে।
৪) বড় গাড়ি অর্থাৎ লরি চালানোর লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
৫) এর আগে অন্য কোন স্থানে এই ধরণের কাজ এর অভিজ্ঞতা থাকলে আরও ভালো।
৬) ২০ – ২৭ বছর বয়সের মধ্যে সকলে এই আবেদন করতে পারবে।
ITBP Recruitment 2023 আবেদনের আরও কিছু তথ্যঃ-
১) শারীরিক দক্ষতা পরীক্ষা, নথি যাচাইপত্র এর মাধ্যমে এই নিয়োগ করা হবে।
২) দেশের যে কোন স্থানে এই নিয়োগ করা হবে এবং সকলকে বাধ্যতামূলকভাবে এই সকল স্থানে যেতে হবে।
৩) ২৬ শে জুলাই পর্যন্ত এই আবেদন করা যাবে।
SBI Loan – ষ্টেট ব্যাংক গ্রাহকদের জন্য দারুণ সুযোগ 10 লক্ষ টাকা পেতে পারেন।
ITBP Recruitment 2023 কিভাবে আবেদন করবেনঃ-
১) সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই আবেদন করতে হবে।
২) www.itbppolice.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৩) আবেদনের জন্য ১০০ টাকা করে খরচ করতে হবে।
Old Coin Sell – আপনার কাছে এই ছবি দেওয়া 2 টাকার কয়েন আছে? থাকলে সঠিক ক্রেতা সম্পর্কে জানুন।