Jio Bharat: মাত্র ৯৯৯ টাকায় লেটেস্ট মোবাইল ফোন। এতো সস্তায় স্মার্টফোন আর কোথাও পাবেন না।

Jio Bharat এর 4G কিপ্যাড স্মার্টফোন মিলবে মাত্র হাজার টাকাতেই! এক ধাক্কায়৫০% ছাড় পাবেন। এছাড়া অন্য ফোন এ ও ৬০% পর্যন্ত ছাড় পেতে পারেন। নিচে Amazon এর অফিসিয়াল লিংক দেওয়া আছে। রিলায়েন্স জিওর নতুন মডেল হচ্ছে Jio Bharat V3 এবং V4 হ্যান্ডসেট। রিলায়েন্স জিও সম্প্রতি তার সাশ্রয়ী মূল্যের 4G ফিচার ফোন সিরিজে দুটি নতুন মোবাইল হিসেবে Jio Bharat V3 এবং V4 লঞ্চ করেছে। দুর্দান্ত ফিচার্স রয়েছে এই মোবাইল দুটিতেই। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।

Jio Bharat 4G Mobile V3 and V4

জিও ভারত স্মার্টফোনগুলির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল পরিষেবা সহজলভ্য হয়ে উথবে খুব তাড়াতাড়ি।  ভারতের প্রচুর মানুষ এখনো ফিচার ফোন ব্যবহার করেন। তাদের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। নতুন মডেল হিসেবে V3 এবং V4 ফোনগুলো মাত্র 1,099 টাকায় পাওয়া যাচ্ছে। সাধারণ গ্রাহকদের জন্য এটি অত্যন্ত সাশ্রয়ী।

Jio Bharat Phone Features

দাম এবং রিচার্জ প্যাকেজ

  • দাম: 1,099 টাকা।
  • রিচার্জ প্যাক: মাত্র 123 টাকায় আনলিমিটেড ভয়েস কল এবং 14 জিবি ইন্টারনেট ডেটা।
  • অন্যান্য মোবাইল পরিষেবা প্রদানকারীদের তুলনায় 40% সাশ্রয়ী।

ব্যাটারি এবং স্টোরেজ

  • 1,000 mAh ব্যাটারি যা দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে সক্ষম।
  • 128 জিবি পর্যন্ত স্টোরেজ ক্ষমতা।

ভাষা

  • এই ফোনটি 23টি ভারতীয় ভাষা সমর্থন করে, ফলে বিভিন্ন অঞ্চলের মানুষ এটি সহজেই ব্যবহার করতে পারবেন

অ্যাপ এবং অন্যান্য পরিষেবা

  • JioTV: 455-এরও বেশি লাইভ টিভি চ্যানেল।
  • JioCinema: বিনোদনের জন্য ভিডিয়ো দেখার সুবিধা।
  • JioPay: UPI পেমেন্ট করার সুবিধা।
  • JioChat: গ্রুপ চ্যাট, ফটো শেয়ার, এবং ভয়েস মেসেজিং।

মার্কেট শেয়ার এবং ভবিষ্যৎ

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই বছরের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, জিও ভারত সিরিজ 1,000 টাকার ফিচার ফোন সেগমেন্টে 50 শতাংশ মার্কেট শেয়ার দখল করেছে। ফোনগুলো শীঘ্রই JioMart এবং Amazon এর মতো অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। সেখান থেকেই গ্রাহকেরা এই মোবাইল কিনে নিতে পারবেন।

Jio Bharat-এর লক্ষ্য

Jio Bharat মূলত ভারতের 250 মিলিয়ন ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য ডিজিটাল স্বাধীনতার দিকে একটি বড় পদক্ষেপ। প্রতিটি ভারতীয়কে ডিজিটাল পরিষেবার সঙ্গে যুক্ত করতে রিলায়েন্স জিও নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা ডিজিটাল কানেক্টিভিটিতে নতুন মাত্রা যোগ করবে।

যেকোনো ফোনে 50% ছাড় পেতে এখানে ক্লিক করুন

জিও ভারত V3 এবং V4 মডেলগুলো সাশ্রয়ী মূল্যে অসাধারণ ফিচার প্রদান করছে, যা গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। প্রযুক্তিগত অগ্রগতি এবং ডিজিটাল পরিষেবার সুবিধা একসঙ্গে যুক্ত করার মাধ্যমে জিও এই ফোনগুলোকে ভারতের ডিজিটাল রূপান্তরের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে উপস্থাপন করেছে। যেকোনো ফোনে ৬০% ছাড় পেতে এখানে ক্লিক করুন।