JioBharat-এর দীপাবলির বিশেষ অফার, এবারে মাত্র 699 টাকায় মিলবে 4G ফোন এবং এর সাথেই মাত্র 123 টাকার মাসিক প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড সুবিধা। দীপাবলির নতুন ধামাকা অফার সম্পর্কে আরও বিস্তারিত জানতে দেখে নেয়া যাক আজকের এই প্রতিবেদন।
JioBharat: আনলিমিটেড কলিং সহ ইন্টারনেট
দীপাবলি এসেই গেল এবং এর সাথেই JioBharat এবার নিয়ে এসেছে দেশের 2জি ব্যবহারকারীদের জন্য এক বিশেষ দিওয়ালি ধামাকা অফার। দীপাবলিতে সশরীরে প্রিয়জনের সাথে কাটানোর সুযোগ না থাকলেও JioBharat-এর এই অফার আপনাকে যোগাযোগ করার সু্যোগ করে দিচ্ছে। সাশ্রয়ী মূল্যে নতুন মোবাইল এবং অসাধারণ নতুন নতুন সুবিধাগুলি সহ এই অফার গ্রাহকদের দেবে নানা রকমের সুবিধা। আনলিমিটেড কলিং থেকে শুরু করে ইন্টারনেট ছাড়াও আরও অনেক সুবিধার লাভ নেয়া যাবে এই মোবাইলে।
জিও দীপাবলি ধামাকা
দীপাবলির জন্য JioBharat 4G ফোনের মূল্যের বিশেষ ছাড়ে আসছে। সাধারণত 999 টাকায় পাওয়া এই ফোনটি এখন পাওয়া যাচ্ছে মাত্র 699 টাকায়। এর মাধ্যমে 2জি ব্যবহারকারীরাও সাশ্রয়ী মূল্যে 4জি পরিষেবা উপভোগ করতে পারবেন।
123 টাকার মাসিক প্ল্যান
মাত্র 123 টাকার এই প্ল্যানে গ্রাহকরা পাবেন একাধিক সুবিধা, যা দীপাবলি উৎসবকে আরও উপভোগ্য করে তুলবে। এই প্ল্যানে কী কী থাকছে জেনে নিন:
আনলিমিটেড কলিং সুবিধা
এই প্ল্যানে থাকছে আনলিমিটেড ভয়েস কলের সুযোগ। অর্থাৎ গ্রাহকরা যত খুশি, যতক্ষণ খুশি তাদের প্রিয়জনদের সাথে কথা বলতে পারবেন, তাতে আর কোনো বাধা থাকবে না।
14 জিবি ইন্টারনেট ডেটা
প্রতি মাসে 14 জিবি ডেটা উপভোগ করতে পারবেন গ্রাহকরা, যা ইন্টারনেট ব্যবহারের জন্য যথেষ্ট। এর ফলে গ্রাহকরা সহজেই ভিডিও কলিং, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন।
লাইভ টিভি ও বিনোদন সুবিধা
বিনোদনের দিক দিয়ে এই প্ল্যানটি সত্যিই চমৎকার। 455টির বেশি লাইভ টিভি চ্যানেল গ্রাহকরা দেখতে পারবেন, যেখানে নানা রকম অনুষ্ঠান, সিরিজ, এবং সিনেমা দেখতে পাওয়া যাবে। সিনেমাপ্রেমীদের জন্য থাকছে মুভি প্রিমিয়ার এবং লেটেস্ট সিনেমা দেখার সুযোগ।
লাইভ স্পোর্টস
ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে সরাসরি খেলা দেখার সুযোগ। গ্রাহকরা jioCinema-এর হাইলাইটস এবং লাইভ স্পোর্টস ইভেন্ট দেখার সুযোগ পাবেন।
ভিডিও শো
যারা ভিডিও দেখতে ভালোবাসেন, তাদের জন্যও রয়েছে ভিডিও শো দেখার সুবিধা। এতে গ্রাহকরা বিভিন্ন জনপ্রিয় ভিডিও কনটেন্ট দেখতে পারবেন।
ডিজিটাল লেনদেনের সুবিধা
ডিজিটাল পেমেন্টের যুগে এই ফোনে থাকছে সিম্পল পেমেন্ট সিস্টেম। কিউআর কোড স্ক্যান করে বা জিওপে ব্যবহার করে সহজেই টাকা পাঠানো এবং গ্রহণ করা যাবে। পাশাপাশি, পেমেন্টে সাউন্ড অ্যালার্টের সুবিধাও থাকবে।
অপো নতুন মডেল, ক্যামেরাতে ছবি দেখলে প্রেমে পড়ে যাবেন! দেখুন দাম, ফিচার্স
গ্রুপ চ্যাট ও ফটো-ভিডিও শেয়ারিং সুবিধা
JioChat-এর মাধ্যমে প্রিয়জনদের সাথে গ্রুপ চ্যাট, ফটো, ভিডিও এবং মেসেজ শেয়ার করা যাবে। এর ফলে বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে সহজেই যোগাযোগ রাখা যাবে।
অন্যান্য অপারেটরের তুলনায় সুবিধা
JioBharat-এর এই প্ল্যানের সঙ্গে অন্যান্য অপারেটরদের তুলনা করলে দেখা যাবে যে এটি প্রায় 40% সস্তা। যেখানে অন্যান্য অপারেটরের ফিচার ফোন প্ল্যানের খরচ প্রতি মাসে 199 টাকা, সেখানে JioBharat-এর এই প্ল্যান মাত্র 123 টাকায় পাওয়া যাবে, ফলে প্রতি মাসে গ্রাহকরা 76 টাকা সাশ্রয় করতে পারবেন। এর মানে, মাত্র 9 মাসেই ফোনের পুরো টাকা উঠে আসবে এবং পরবর্তী সময়ে আরও সাশ্রয় হবে।
কেন JioBharat ফোন কিনবেন?
JioBharat-এর এই অফার শুধুমাত্র ফোন কেনার বিষয় নয়, বরং এটি ভবিষ্যতের ডিজিটাল দুনিয়ায় প্রবেশের এক সাশ্রয়ী উপায়ও বটে। দীপাবলির সময় এটি উপহার হিসেবে দারুণ একটি বিষয় হবে। এছাড়াও এটি Jio-এর ‘সবচেয়ে সস্তা, সবচেয়ে ভাল’ অফারের অংশ হওয়ায় এটি আরও বেশি মূল্যবান।
কোথায় মিলবে JioBharat 4G ফোন?
এই ফোনটি সহজেই জিও মার্ট, অ্যামাজন এবং অন্যান্য স্টোর থেকে কেনা যাবে। দীপাবলির এই বিশেষ দিওয়ালি ধামাকা অফারটি সীমিত সময়ের জন্য উপলব্ধ থাকবে। সংক্ষেপে বলা যায়, JioBharat-এর এই দীপাবলি ধামাকা অফারটি গ্রাহকদের জন্য এক অসাধারণ উপহার, যা সাশ্রয়ী মূল্য এবং অসাধারণ সুবিধাগুলির সাথে মার্কেটে এসেছে। এই দীপাবলিতে JioBharat-এর সঙ্গেই কাটুক প্রিয়জনদের সাথে সংযুক্ত থাকার আনন্দ। এমন আরও আপডেট পেতে আমাদের কাজ কেরিয়ার ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন।