KMRCL Recruitment 2024 -এর নতুন বিজ্ঞপ্তি। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL) সম্প্রতি তাদের জেনারেল ম্যানেজার ও অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ ডেপুটেশন ভিত্তিতে হবে এবং কর্মস্থল হবে কলকাতা মেট্রো কর্পোরেশনে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। এই প্রতিবেদনে নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে দেওয়া হল।
KMRCL Recruitment 2024: শূন্যপদের বিবরণ
কলকাতা মেট্রো রেল কর্পোরেশনে কর্মী নিয়োগ শুরু হল। শূন্যপদ কম হলেও অনেকেরই এই সংস্থায় কাজের ইচ্ছা থাকে। তাদের জন্য বেশ ভালো এই নিয়োগ বিজ্ঞপ্তি। এবারে শূন্যপদ সম্পর্কে জেনে নেয়া যাক।
- জেনারেল ম্যানেজার (সিগন্যাল ও টেলিকম) – 1টি শূন্যপদ
- অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (সিগন্যাল ও টেলিকম) – 1টি শূন্যপদ
শিক্ষাগত যোগ্যতা
প্রত্যেকটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। KMRCL Recruitment 2024 -এর নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে জেনারেল ম্যানেজার এবং অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পদের জন্য আবেদন করা যাবে।
- জেনারেল ম্যানেজার (সিগন্যাল ও টেলিকম): আবেদনকারীকে কেন্দ্রীয় রেলওয়ে, রাষ্ট্র সরকার বা পাবলিক সেক্টর প্রতিষ্ঠানে ফাংশনাল SA গ্রেড পদে কর্মরত হতে হবে। পাশাপাশি, সিগনাল এবং টেলিকম নির্মাণ ও রক্ষণাবেক্ষণে 20 বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (সিগন্যাল ও টেলিকম): আবেদনকারীকে কেন্দ্রীয় রেলওয়ে, রাষ্ট্র সরকার বা পাবলিক সেক্টর প্রতিষ্ঠানে সিলেকশন গ্রেড পদে কর্মরত থাকতে হবে। সিগনাল ও টেলিকম নির্মাণ ও রক্ষণাবেক্ষণে 10 বছরের অভিজ্ঞতা থাকা জরুরি।
বয়স সীমা
এই পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে 55 বছর। KMRCL Recruitment 2024 -এর নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে নির্দিষ্ট সীমার মধ্যে বয়স হলেই তিনি আবেদন জানাতে পারবেন।
বেতন কাঠামো
- জেনারেল ম্যানেজার (সিগন্যাল ও টেলিকম): পে লেভেল 14.
- অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (সিগন্যাল ও টেলিকম): পে লেভেল 13.
নিয়োগ পদ্ধতি
এই নিয়োগে কোনো লিখিত বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের নির্বাচন করা হবে ডেপুটেশন ভিত্তিতে। যোগ্য প্রার্থীদের আবেদন মন্ত্রকের মাধ্যমে বিবেচনা করা হবে এবং সমস্ত শর্ত পূরণকারী প্রার্থীদেরই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
KMRCL Bhavan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata-700021.
প্রয়োজনীয় ডকুমেন্ট
- আবেদনপত্র (নির্ধারিত ফরম্যাটে)
- বায়োডাটা
- প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতার শংসাপত্র
- বর্তমান নিয়োগকর্তার NOC (অনাপত্তি শংসাপত্র)
- পাসপোর্ট সাইজের 2 কপি ছবি
গুরুত্বপূর্ণ তারিখ
এই পদের জন্য আবেদন করার শেষ তারিখ 5 ডিসেম্বর, 2024। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করা আবশ্যক। এর পরে আবেদন করলে তা আর গ্রহণ করা হবে না। যারা ইচ্ছুক আছেন, তাঁরা দ্রুত ও নির্ভুল আবেদন করুন। অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
বিস্তারিত তথ্যের জন্য KMRCL-এর অফিসিয়াল পোর্টাল দেখে নিতে পারেন। নিচে লিঙ্ক দেওয়া রইল।
- অফিসিয়াল ওয়েবসাইটঃ Click Here!
- অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Click Here!