Term Life Insurance – টার্ম লাইফ ইনস্যুরেন্স বা জীবন বীমার মাধ্যমে আপনারা অতিরিক্ত সুবিধা পাবেন।

আমরা সকলেই নিজেদের ভবিষ্যতের জীবন সুরক্ষিত করার জন্য Term Life Insurance বা জীবনবীমা কিনে থাকি, কিন্তু আমরা অনেকেই এই টার্ম লাইফ ইনস্যুরেন্স সম্পর্কে অবগত নই। অনেক সময় সঠিক তথ্য না থাকার জন্য আমরা সঠিক ইনস্যুরেন্স (Insurance) না কিনে সমস্যায় পরে যাই এবং এর মাধ্যমে আমরা নিজেদের কভার সঠিক সময় পাইনা। এমন অনেক ঘটনা আমাদের সামনে আসে যেখানে আমরা দেখতে পাই যে কিছু না কিছু শর্তাবলি ঠিক করে না মানার জন্য আমরা প্রিমিয়াম এর টাকা সঠিক সময়ে না পাওয়ার জন্য আমাদের পরিবারদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এই জন্য আপনাদের সদা সতর্ক থাকতে হবে।

Term Life Insurance All Details.

আমরা প্রত্যেকেই নিজেদের পরিবারের মানুষদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই Term Life Insurance কিনে থাকি এবং এর মাধ্যমে বিনিয়োগকারীর মৃত্যু হলে পরিবারের যেই সদস্য নমিনি থাকবেন সে এককালীন একটি মোটা অঙ্কের টাকা পেয়ে যাবেন এবং এর ফলে সকলের অনেক ধরণের সুবিধা হয়। কিন্তু টাকা পয়সার বিষয়ে আমাদের সদা সতর্ক হয়ে বিনিয়োগ (Invest) করা উচিত।

এইবারে জেনে নেওয়া যাক এমনি যে কোনো ইনস্যুরেন্স এর থেকে এই Term Life Insurance এর মধ্যে পার্থক্য কি? বাকি সকল ইনস্যুরেন্স এর মাধ্যমে হোল্ডারের মৃত্যু হলে এই তবেই এই টাকা পাওয়া যায়। কিন্তু এই Term Life Insurance এর ক্ষেত্রে একটি নির্দিষ্ট একটি সময় অনুসারে আপনারা এই পলিসির জন্য আবেদন করতে পারবেন এবং সেই সময় উত্তীর্ণ হলে আপনারা এই পরিমাণ টাকা পেয়ে যাবেন। এছাড়াও নমিনিকেও এই টাকা দিয়ে দেওয়া হবে।

Term Life Insurance এর কিছু সুবিধা

১) এই ধরণের পলিসি গুলি সস্তায় আপনারা পাবেন বাকি গুলোর তুলনায়।
২) ইনস্যুরেন্স হোল্ডারের জীবনাবসান ঘটলে পরিবারের সদস্যদের পুরো প্রিমিয়াম এর টাকা দিয়ে দেওয়া হয়।
৩) আপনারা চাইলে নিজের স্বামী বা স্ত্রী উভয়কেই খুবই সহজে এইখানে যুক্ত করতে পারবেন।

৪) আয়কর আইন ৮০ সি অনুসারে আপনি এই পলিসির জন্য ১.৫০ লক্ষ টাকা ছাড় পাবেন।৫) এই ধরণের জীবন বীমা কেনার আগে আপনারা সকল শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন।
৬) এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে আপনারা নিজেদের নিকটবর্তী কোন এজেন্ট এর কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন।

LIC Loan – ভারতীয় জীবন বীমা নিগম দেশবাসীর জন্য আরও সুবিধা বৃদ্ধি করলো মাত্র 3 দিন লাগবে।

Leave a Comment