Kolkata City NUHM Society-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো। ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ দেয়া হবে।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি জাতীয় স্বাস্থ মিশনর অধীনে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো Kolkata City NUHM Society. পশ্চিমবঙ্গের রাজ্য সাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রতিবছরই বিভিন্ন পদে কর্মী নিয়োগ করে থাকে এবার ও প্রায় অর্ধশতাধিক এর বেশি কর্মী তারা নির্দিষ্ট একটি পদে নিয়গ করবেন। চাকরির এই প্রতিযোগিতার বাজারে আর একাটি সুযোগ Kolkata City NUHM Society এর পক্ষ থেকে আপনার সামনে উকি দেয় তাই দেরি না করে আপনারা যারা চাকরি খুজচ্ছেন বা চাকরিপ্রার্থী তারা দেখে নিন তাতাড়ি। আবেদন করতে কি কি লাগবে এবং কবে কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বেতন বয়সসীমা সহ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য নিচে আলোচনা করা হল।

শিক্ষাগত যোগ্যতা সহ কিছু তথ্য

নিয়োগ সক্রান্ত তথ্যঃ পদের নামঃ Medical Officer. মোট শূন্য পদঃ ৫৯টি। বয়সসীমাঃ আবেদন করার জন্য আবেদনকারীর ১ আগস্ট ২০২৩ এ বয়স ৬৭ বছরের ভিতর থাকতে হবে। মাসিক বেতনঃ ২৪০০০ হাজার টাকা। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বিকৃত যেকোনো সংস্থান থেকে (MBBS) অথবা সমতুল্য ডিগ্রী প্রাপ্ত চাক্রিপ্রার্থীরা নূন্যতম এক বছরের ইন্টার্নশিপ অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন ইচ্ছুক ব্যক্তি আবেদন করতে পারবেন।

কন্যাশ্রী প্রকল্প (kanyashree prakalpa)

Kolkata City NUHM Society এ ২৪০০০ হাজার টাকা বেতনে চাকরি।

আবেদন পদ্ধতিঃ প্রার্থীদের এই পদের জন্য সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে (Kolkata City NUHM Society). আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের কলকাতা মিউনিসিপাল কর্পারেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.kmcgov.in এ গিয়ে অফিসিয়াল নোটিফিকেশানের নিম্নাংশে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। তারপর আবেদন পত্রটি সঠিক ভাবে পূরণ করে নিজের বায়োডাটা, যোগ্যতার সার্টিফিকেট ও অন্যান্য ডকুমেন্টসের অরিজিনাল ও জেরক্স সহ ইন্টারভিউর স্থানে উপস্থিত হতে হবে (Kolkata City NUHM Society).

ইন্টারভিউ স্থানঃ Room Num.254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N.Banerjee Road, Kolkata-700013. প্রয়োজনীয় কাগজ পত্রঃ বয়সের প্রমানপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র, ইন্টার্নশিপের প্রমানপত্র, বার্থ সার্টিফিকেট, সচিত্র পরিচপত্র, ঠিকানার প্রমানপত্র। মাধ্যমিক অথবা সমমূল্যের পরিক্ষার সার্টিফিকেট। ভোটার আইডি কার্ড, স্থায়ী ঠিকানার প্রমানপত্র (Kolkata City NUHM Society). ইন্টারভিউ এর তারিখঃ ৪ আগস্ট ২০২৩। ১১ টা ৩০ মিনিট থেকে ১২ টা ৩০ মিনিট এর ভিতর উপস্থিত থাকতে হবে।

Small Business Ideas – মাত্র 10 হাজার টাকা খরচ করে শুরু করুন এই ব্যবসা, মাসে লাখ টাকা আয় গ্যারান্টি।