Kolkata Metro Recruitment – কলকাতা মেট্রোতে কর্মী নিয়োগ! উচ্চ বেতনে চাকরি সুযোগ

সম্প্রতি কলকাতা মেট্রো রেলের বা Kolkata Metro Recruitment তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেম যা কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি সংস্থা। এই সংস্থার তরফ থেকে জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। এটি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের কাছে অত্যন্ত খুশির খবর। রেলের তরফ দিয়ে চাকরির সুযোগ পাচ্ছে।

Kolkata Metro Recruitment is Starting

যে তারা পুনরায় রেলের তরফ থেকে একটি চাকরির সুযোগ পাচ্ছেন। রাজ্যের উচ্চ বেতনের চাকরিগুলির মধ্যে এটিও একটি। কেবলমাত্র ভারতীয় নাগরিকত্বের ভিত্তিতে রাজ্যের যেকোনো জেলার চাকরি প্রার্থী এই পদটির জন্য যে কোনও চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন (Kolkata Metro Recruitment).

নারী এবং পুরুষ উভয় চাকরি প্রার্থীই এই পদটির জন্য আবেদন জানাতে পারবেন। সুতরাং দেরি না করে চটজলদি এই পদটির জন্য আবেদন করুন। আজকের রিপোর্টের মাধ্যমে জেনে নেবো এই পদের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন সাথে কীভাবে আবেদন করবেন।

  • পদের নাম
  • যোগ্যতা
  • বেতন ও বয়স
  • আবেদন পদ্ধতি
  • আবেদনের শেষ তারিখ

পদের নাম

কলকাতা মেট্রো রেল বা Kolkata Metro Recruitment কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে ইলেকট্রিক্যাল জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে মাত্র একটি। খুবই নূন্যতম শূন্যপদ থাকার দরুন পদের জন্য লড়াইটা বেড়ে গেছে।

যোগ্যতা

পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক কোনো বিষয় নিয়ে ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া হেলথ এর দিক থেকে তাদেরকে সুস্থ সবল হতে হবে। কালার ব্লাইন্ড হলে চলবেনা।

বেতন ও বয়স

যারা যারা এই পদে জন্য আবেদন করতে ইচ্ছুক সেই সকল প্রার্থীদের ১/৪/২০২৪ অনুযায়ী ৫৫ বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়া পে লেভেল ১৪ অনুযায়ী কর্মচারীদের মাসিক বেতন দেওয়া হবে জানানও হয়েছে।

ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেল পমেন্টে কর্মী নিয়োগ!দেখেনিন আবেদন পদ্ধতি

আবেদন পদ্ধতি

সমস্ত পদে অনলাইনে আবেদন করার মতো সুবিধা এই পদটির ক্ষেত্রে দেওয়া হয়নি। প্রার্থীকে নিজের একটি বায়োডেটা তৈরি করতে হবে যার মধ্যে নিজের নাম, বাবার নাম, জন্মের তারিখ, পোস্টাল ঠিকানা, কোয়ালিফিকেশনের ডিটেলস, ই – মেল এড্রেস, মোবাইল নাম্বার এবং অভিজ্ঞতা সমস্ত কিছুই থাকবে।

ippb recruitment - (ইপ্পবিতে নিয়োগ)

এই সমস্ত কিছুর জেরক্স, সমেত বায়োডেটা, রিসেন্ট ২ তো পাসপোর্ট সাইজের ফটো একটি খামে করে ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ঠিকানাটি হলো কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, KMRCL Bhawan, HRBC Office Compund, Munshi Premechand Sarani, Kolkata – 700021 এ পাঠিয়ে দিতে হবে।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। শুধুমাত্র ইন্টারভিউ হবে। এইভাবে আবেদন করুন

আবেদনের শেষ তারিখ

বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ২০২৪, ৭ ই মে। সেই অনুযায়ী ৩০ দিনের মধ্যে প্রার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে হবে।
রাজ্য ও কেন্দ্রর এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইটটিতে। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমার সব সময় আপনাদের সাথে অথেনটিক এবং সঠিক রিক্রুটমেন্টর বিজ্ঞপ্তি শেয়ার করব (Kolkata Metro Recruitment).
Written by Sathi Roy.

Leave a Comment