মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষক বন্ধুদের জন্য একটি স্কিম চালু করেছিলেন যা Krishak Bandhu scheme নামে পরিচিত। পশ্চিমবঙ্গের হত দরিদ্র কৃষক যাদের ছাড়া আমাদের অন্নের যোগান করা দুঃসাধ্য হয়ে ওঠে নিত্যদিনই খবরের পাতায় দেখা যায় তাদের আত্মহত্যার খবর। কখনও বা বন্যায় কখনও বা খরায় কখনও মুদ্রাস্ফীতির জন্য শস্যের দাম না পাওয়ায় তারা অর্থ কষ্টে এতটাই ভোগেন যে শেষে আত্যহত্যার পথ বেঁছে নেন।
Krishak Bandhu scheme For Farmers
আর যে সকল কৃষকরা আত্মহত্যা করের না তাদের মধ্যে বেশির ভাগই দেখা যায় হতদরিদ্র।দেশের মানুষ যাদের কষ্টের ফলে বেঁচে থাকার জন্য সবথেকে প্রয়োজনীয় খাদ্য টুকুর যোগান পাচ্ছেন। তাদের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ। 2019 সালের কৃষকদের কল্যাণে পশ্চিমবঙ্গ সরকার Krishak Bandhu scheme শুরু করেন।
আপনিও যদি Krishak Bandhu scheme এ নাম নথিভুক্ত না করে থাকেন তবে আজই নিজের নাম নথিভুক্ত করুন নাহলে এই ধরনের সুবিধাগুলি থেকে আপনি বঞ্চিত হবেন। বর্তমানে পশ্চিমবঙ্গের 90 লক্ষেরও বেশি কৃষক উপকৃত হয়েছেন। পশ্চিমবঙ্গ যেহেতু একটি কৃষিভিত্তিক রাজ্য, প্রচুর পরিমাণে ফসল এখানে ফলন হয় এবং একাধিক কৃষক বর্তমান।
ফল্প্রসুত একাধিক সংখ্যক কৃষক আবেদন জানতে পারবেন। প্রকল্পের উপযোগিতা পেতে আপনাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে। তবে এখানে আবেদনের জন্য বিশেষ কিছু শর্ত ও বয়সসীমা লাগবে। আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা এই সকল শর্ত সম্পর্কে জানবো আর জানবো আবেদনের পদ্ধতি।
আবেদনের শর্ত
১) আবেদনকারীকে 10 বছর ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২) 2024 সালের পয়লা জানুয়ারি অনুযায়ী কৃষককে 60 বছর বয়সের মধ্যে থাকতে হবে।
৩) কৃষকের নিজের নামে রেজিস্টার্ড একটি জমি থাকবে বা যাদের রেকর্ড অফ রাইটস রয়েছে এই সকল কৃষকই আবেদন যোগ্য।
আবেদন পদ্ধতি
দুয়ারে সরকার প্রকল্প বা মহকুমা অধিকর্টাদের থেকে ফর্মটি সংগ্রহ করতে হবে। মূল ফর্মের সাথে আরো 2 টি ফর্ম ফিল আপ করে গ্রাম পঞ্চায়েতের প্রধান বা ভূমি দপ্তরের রেভিনিউ অফিসারকে দিয়ে সাইন করাতে হবে। এর পর নিচে উল্লিখিত প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে পাসপোর্ট সাইজ ফটো সংযুক্ত করে অফিসে জমা করে দিতে হবে।
কৃষক বন্ধু প্রকল্পের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
- ভোটার কার্ড
- আধার কার্ড
- শারীরিক ভাবে অক্ষম হলে তার প্রমাণপত্র
- কাস্ট সার্টিফিকেট
- জমির পর্চা, বর্গা, বনবিভাগের পাত্তা
- ব্যাংকের প্রথম পাতার জেরক্স
- পাসপোর্ট সাইজ ফটো
ডেথ বেনিফিট পেতে প্রয়োজনীয় ডকুমেন্টস
ডেথ সার্টিফিকেট এর কপি
মৃত ব্যাক্তির আইডি
মৃত কৃষকের ROR
আবেদনকারী ব্যাক্তির আবেদন করা ফর্ম
BDO থেকে যোগ্য আবেদনকারীর শংসাপত্র।