krishak Bandhu Scheme – ভোটের আগেই কী পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা? জানুন আজকের প্রতিবেদনে।

কৃষক বন্ধু স্কিমের টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে ( krishak Bandhu Scheme )? কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু করা একটি প্রকল্প। যার মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা করা হয়। কৃষক বন্ধু স্কিমের মাধ্যমে বছরে দুবার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকে। একবার রবি শস্যের উৎপাদন কালে এবং আরেকটা খারিফ শস্যের উৎপাদন কালে। আমরা জানি দুটি উৎপাদন কালই ছয় মাস ছয় মাস করে থাকে। সেক্ষেত্রে কোন কোন সময় কোন মাসের দিকে এই টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে তা আমরা জানব আজকের প্রতিবেদনের মাধ্যমে।

krishak Bandhu Scheme Money Status

স্ট্যাটাস চেকের মাধ্যমে আপনার টাকা ঠিক কতদূর কোন পর্যায়ে রয়েছে তা আপনারা জানতে পারলেও সঠিক কবে টাকা অ্যাকাউন্ট অব্দি পৌঁছাবে তা কিন্তু জানা যায়না। তবে স্ট্যাটাস চেকের মাধ্যমে আপনারা আপনাদের টাকার আপডেট পাবেন যার মাধ্যমে দুশ্চিন্তা থেকে সকলেই মুক্তি পাবেন। ৯১ লাখ ৫৭ হাজার কৃষককে সহায়তা দেওয়া হয়েছে এই প্রকল্পে ( krishak Bandhu Scheme ). 

সরকারী কর্মীদের জন্য খুশির খবর! এককালীন 35 হাজার টাকা পাবেন তারা।

যেসব কৃষক বন্ধুরা তাদের নাম নথীভুক্ত করেছিলেন তারা ২০২৩ সালে প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন মে মাসের ২ তারিখে। যখন খারিফ শস্যের উৎপাদন কাল ছিল। দ্বিতীয় কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকে ডিসেম্বর মাসের ১৩ তারিখে। অর্থাৎ রবি শস্যের ফলন কালে। ৬ মাসের অন্তরে অন্তরে দুটো কিস্তির টাকা দেওয়া হয় ( krishak Bandhu Scheme ).

তবে ২০২৪ সালে মে মাস অব্দি অপেক্ষা করবেনা রাজ্য সরকার। ভোটের আগেই প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে আবেদনকারী প্রার্থীদের কাছে। দ্বিতীয় দফার কিস্তির টাকা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ঢুকে যাবে। গত বছরগুলি পর্যবেক্ষণ করে এমনটাই অনুমান করা হচ্ছে।

Ration Card - ( রেশন কার্ড )

কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার শর্ত ও সুবিধা

আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৬ থেকে শুরু হতে হবে এবং ৬০ বছর অব্দি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। প্রকল্পের আয়তাভুক্ত ব্যাক্তিরা ২ লাখ টাকার বীমা পাবেন। দুর্ঘটনা বসত নাম নথিভুক্তকারী ব্যাক্তির মৃত্যু হলে তার পরিবার টাকাটি পেয়ে যাবে।  কৃষকের মৃত্যুর ১৫ দিনের মধ্যে বীমার টাকা দেওয়া হবে।  ফসল বীমার জন্য প্রিমিয়ামও রাজ্য সরকার এই প্রকল্পের আওতায় থাকা সকল সুবিধাভোগীকে প্রদান করবে ( krishak Bandhu Scheme ).

মেয়েদের জন্য দারুণ সুখবর। 18 বছর বয়স হলেই লাখ টাকা দেবে সরকার।

স্ট্যাটাস চেক করার পদ্ধতি

আপনার সকলেই জানি যেকোনো ক্ষেত্রে স্ট্যাটাস চেক করতে গেলে আমাদের সর্ব প্রথম যেটা প্রয়োজন হয় সেটা হল আধার কার্ড। সুতরাং চেক করার সময় আধার কার্ড সাথে নিতে হবে।
১) https://krishakbandhu.net/farmer_search এই লিঙ্কে ক্লিক করতে হবে।
২) ভোটার অপশন সিলেক্ট করুন।
আপনার ভোটার আইডি নম্বর লিখুন।
3) সার্চ বাটনে ক্লিক করুন।
4) আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবার আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে।

Leave a Comment