LIC Recruitment – কেন্দীয় নিয়োগ, LIC তে ভারতের বিভিন্ন স্থানে চাকরি! জানুন আবেদন পদ্ধতি।

ভারতের সবচেয়ে বড় বীমা ও বিনিয়োগকারী সংস্থা লাইফ ইন্সরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল (LIC Recruitment). এটি ভারত সরকারের নিজস্ব বীমা কোম্পানি। কেন্দ্র সরকারের তরফ থেকে এই কর্মী নিয়োগ করা হচ্ছে। লাইফ ইন্সরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে যেমনি আমরা জীবনবীমা, স্বাস্থ্যবীমা, মিউচুয়াল ফান্ড প্রভৃতির ক্ষেত্রে খুব ভালো ভালো পলিসি পেয়ে থাকি।

LIC Recruitment

তেমনি LIC প্রত্যেক বছর একাধিক কর্মী নিয়োগের মাধ্যমে একটি কর্মসংস্থানেরও ব্যবস্থা করে (LIC Recruitment). চলতি বছর লোকসভা ভোট নির্বাচনের বছর। এ বছরও কর্মী নিয়োগের ক্ষেত্রে ব্যাতিক্রম কিছু ঘটেনি। প্রথাগত ভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রায় ভারতের সর্বত্র থেকে প্রার্থীরা আবেদন জানাতে পারেন। ইচ্ছুক প্রার্থীরা আর দেরি না করে শীঘ্রই এই পদের জন্য আবেদন করুন।

  • পদের নাম
  • বয়সসীমা
  • বেতন ও যোগ্যতা
  • আবেদনের পদ্ধতি
  • প্রয়োজনীয় ডকুমেন্টস

ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে 19 টি জেলায় কর্মী নিয়োগ।

পদের নাম

লাইফ ইন্সরেন্স কর্পোরেশনের তরফ থেকে ডিজিটাল প্রসেস ওনার পদের জন্ন কর্মী নেওয়া হবে (LIC Recruitment). তবে এটা সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। তিন বছর পর্যন্ত কর্মীদের স্থায়ী চাকরি থাকবে তারপর তাদের কাজের পারফর্মেন্স অনুযায়ী পদে বজায় রাখা হবে। মোট শূন্যপদ সংখ্যা 2 টি। এখানে কড়া প্রতিযোগিতার মাধ্যমে আপমাকে নিজের স্থান করে নিতে হবে।  

বয়সসীমা

প্রার্থীদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে তবেই তারা আবেদন যোগ্য হবে। তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের ক্ষেত্রে বয়সের বিশেষ ছাড় আছে। OBC সম্প্রদায়ভুক্তদের 3 বছরের ছাড় আছে বয়সের ক্ষেত্রে।

যোগ্যতা

তাদের যে কোনো সরকার স্বীকৃত বিশ্ব বিদ্যালয়ের অধীনে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি পাশ হতে হবে। এছাড়া এই পদের জন্য তিন থেকে আট বছরের কর্মক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন আছে। ভারতীয় রেসিডেন্ট নন এমন কোনো ব্যাক্তিও এখানে আবেদন জানাতে পারবেন না।

india post recruitment - ( ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগ)

আবেদনের পদ্ধতি

১) আবেদনটি আপনাকে সম্পূর্ণ অনলাইনে করতে হবে। এর জন্য সর্বপ্রথম আপনাকে LIC র অফিশিয়াল ওয়েবসাইট www.licindia.in যেতে হবে।
২) সেখানে “Career” অপশনে ক্লিক করলেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখা যাবে।
৩) সেখানে “Apply Now” তে ক্লিক করে ফর্ম নির্ভুল ভাবে ফিল আপ করে ডকুমেন্টস আপলোড করে দিতে হবে। এই সমস্ত কিছু আপনাকে 2024 8 এপ্রিলের আগে করে ফেলতে হবে। আবেদনের শেষ তারিখ হিসাবে এই দিনটিকে নির্ধারণ করা হয়েছে।

ভারতীয় জীবন বীমা নিগমে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ। পশ্চিমবঙ্গ থেকে কিভাবে আবেদন করবেন?

প্রয়োজনীয় ডকুমেন্টস

এখানে আপনার কাজের জন্য আইডি প্রুফ, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশনের প্রমানপত্র, কাজের অভিজ্ঞতার প্রমানপত্র, কালার পাসপোর্ট সাইজ ফটো এবং ব্যাক্তির সিগনেচার। আবেদনের জন্য 1000 টাকা লাগবে আবেদন ফী বাবদ যেটা সংরক্ষিত শ্রেণীর জন্য 100 টাকা।

Leave a Comment