আমরা সকলেই নিজেদের ভবিষ্যতের জীবন সুরক্ষিত করার জন্য Life Insurance বা জীবনবীমা কিনে থাকি। কিন্তু অনেক সময় সঠিক তথ্য না থাকার জন্য আমরা সঠিক ইনস্যুরেন্স (Insurance) না কিনে সমস্যায় পরে যাই এবং এর মাধ্যমে আমরা নিজেদের কভার সঠিক সময় পাইনা। এমন অনেক ঘটনা আমাদের সামনে আসে যেখানে আমরা দেখতে পাই যে কিছু না কিছু শর্তাবলি ঠিক করে না মানার জন্য আমরা প্রিমিয়াম এর টাকা সঠিক সময়ে না পাওয়ার জন্য আমাদের পরিবারদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
Life Insurance Tips For All Citizen Of India.
আমরা প্রত্যেকেই নিজেদের পরিবারের মানুষদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই Life Insurance কিনে থাকি এবং এর মাধ্যমে বিনিয়োগকারীর মৃত্যু হলে পরিবারের যেই সদস্য নমিনি থাকবেন সে এককালীন একটি মোটা অঙ্কের টাকা পেয়ে যাবেন এবং এর ফলে সকলের অনেক ধরণের সুবিধা হয়। কিন্তু টাকা পয়সার বিষয়ে আমাদের সদা সতর্ক হয়ে বিনিয়োগ (Invest) করা উচিত। আজকের এই প্রতিবেদনে আমরা কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে জেনে নিতে চলেছি।
Life Insurance করার আগে এই বিষয় গুলি মাথায় রাখবেন
১) যখনই আপনি কোন জীবনবীমা কিনবেন তখন আপনার বয়স ও প্রিমিয়াম এককালীন ফেরত যোগ্য টাকার পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জেনে নিতে হবে।
২) আপনাকে নিজের উপার্জনের ওপরে নির্ভর করে এই ধরণের মাসিক প্রিমিয়াম সিলেক্ট করতে হবে।
৩) যতটা সম্ভব বেশী দিনের জন্য আপনারা এই বীমা কিনবেন।
৪) সুবিধা হলে আপনারা ১ কোটি টাকার ইনস্যুরেন্স কিনতে পারেন।
Life Insurance নিয়ে আরও কিছু সতর্কতা
১) আপনারা সব সময় সকল শর্তাবলি পড়ে নিয়ে তারপরে যে কোন বীমা পলিসি (Insurance Policy) কিনবেন।
২) আধিকারিক কোন এজেন্ট বা প্রতিনিধিদের থেকে এই বীমা পলিসি কেনা উচিত।
৩) কোন প্রকারের প্রলোভনে পা দেবেন না এর ফলে ভবিষ্যতে আপনার পরিবারের মানুষদের সমস্যায় পরতে হতে পারে।
৪) আপনি কিভাবে এই টাকা পাবেন সেই সম্পর্কেও সকল তথ্য পেয়ে যাবেন।