E Mudra Loan – পোলট্রি, মধুর ব্যবসা করতে চান? টাকা দেবে কেন্দ্রীয় সরকার।

আপনার যদি হঠাৎ লোনের দরকার হয়ে থেকে তাহলে প্রধানমন্ত্রীর এই যোজনার মাধ্যমে আপনারা দ্রুত লোন পেয়ে যাবেন (E Mudra Loan). প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে বা PM E Mudra Loan এর মাধ্যমে আপনারা সহজেই লোন পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা হলো ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প। স্কিমটি পোল্ট্রি, ডেয়ারী, মৌমাছি পালন, ইত্যাদি উৎপাদন মূলক ব্যবসা গুলোতে ইনভেস্ট করা।

E Mudra Loan by Central Government

বাণিজ্য বা পরিষেবা খাতে অখামার খাতে যুক্ত ক্ষুদ্র উদ্যোগগুলিকে 10 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া। যাতে দেশের সমস্ত বেকার যুবক যুবতীরা নিজেদের স্বাবলম্বী করতে হবে। মাত্র 5 মিনিটের মধ্যে আপনি 10 লাখ টাকার আর্থিক সুবিধা পেয়ে যেতে পারবেন। E Mudra Loan হলো মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইনন্স এজেন্সি ব্যাংকের অধীনে মাইক্রো ইউনিট সম্পর্কিত উন্নয়ন।

HDFC তে অ্যাকাউন্ট থাকলেই পাবেন সব চেয়ে কম সুদে হোম লোন।

2015 সালে 8 ই এপ্রিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদী এর যোজনার সূত্রপাত করেন। এই লোনের উপকরণ গুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, শিশু কিশোর ও তরুণ। শিশু লোনের ক্ষেত্রে ৫০ হাজার টাকা অব্দি ঋণ প্রদান করা হবে। তবে আপনাকে ঋণ প্রদান করা হবে স্কিমের নির্দেশিকা অনুসরণ করে এবং আপনার ক্রেডিট স্কোর দেখে।

সুদের হার নির্ভর করবে আপনি কোন ব্যাংক থেকে লোন নিচ্ছেন তার ওপর। কিশোর ক্যাটাগরিতে লোন নিলে আপনি 50 হাজার থেকে 5 লাখ টাকা অব্দি সুদ পেতে পারেন। এখানেও আপনার ক্রেডিট স্কোরকে দেখেই লোন দেওয়া হবে। সুদের হার ব্যাংকের ওপর নির্ভর করবে।

personal loan - ( ব্যাক্তিগত ঋণ)

তরুণ ক্যাটাগরিতে থাকবে তবেই আপনি 5 লাখ টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত সুদ পাবেন। এই প্রকল্পে 60 শতাংশ ঋণ শিশু ক্যাটাগরিতে এবং 40 শতাংশ কিশোর ও তরুণ ক্যাটাগরিতে লোন নিয়ে থাকে।

E Mudra Loan সুদের হার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখানে ব্যাংক নির্দেশিকা অনুযায়ী সুদ নেওয়া হবে। ব্যাংক অফ বরদায় 9 শতাংশ এবং উইনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ায় প্রতিবছর 7.30 শতাংশ সুদের হার থাকবে। যারা SBI গ্রাহক তাদের ক্ষেত্রে সুদের বিশেষ ছাড় আছে।

ব্যবসা করতে টাকা দিচ্ছে সরকার। কিভাবে MSME ঋণের জন্য অনলাইনে আবেদন করবেন?

অনলাইনে আবেদনের পদ্ধতি

১) অনলাইনে আবেদন করতে হলে আপনি SBI এর অফিশিয়াল ওয়েবসাইটে যাবেন।
২) এরপর মুদ্রা লোনে ক্লিক করতে হবে।
৩) মুদ্রা ঋণের জন্য আবেদন করুন করুন এবং ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিন। যারা অন্যান্য ব্যাংক গুলিতে আবেদন জানাতে চাইছেন যারা তাদের পার্শ্ববর্তী ব্যাংকে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। অথবা তার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনেও আবেদন জানাতে পারেন।

Leave a Comment