মাসের শুরুতেই খুশির খবর (LPG Gas). প্রত্যেকদিন বিশ্ব বাজারে গ্যাসের দাম কত হচ্ছে তার ওপর নির্ধারণ করেই গ্যাসের দাম হ্রাস-বৃদ্ধি পায়। বিশ্ব বাজারে গ্যাসের দাম দিন দিন বাড়ছে বৈ কমছে না। কিন্তু তার খুব একটা এফেক্ট আমাদের দেশের বাণিজ্যিক গ্যাসের দাম ওপর পড়লেও গৃহস্থের রান্নার গ্যাসের ওপর পড়েনি।
LPG Gas Price Kolkata
গৃহস্থের রান্নার গ্যাসের দাম কমানো (LPG Gas) হলে বাণিজ্যিক গ্যাসের দাম কিন্তু কোনো অংশেই কমানো হয়নি সেক্ষেত্রে রেস্টুরেন্ট, হোটেল এর মালিকদের বেশি টাকা গুনতে হচ্ছিলো তার পরোক্ষ প্রভাব গিয়ে পড়ছিলো জন সাধারণের কাছে। কিন্তু এইবার সেই বাণিজ্যিক গ্যাসের দাম ও পড়লো।
তবে লোকসভা ভোটের আগে গ্যাসের দাম কমানো হলো। 1লা এপ্রিল অর্থাৎ আজ থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাস ও রান্নার গ্যাস দুইই কমলো। 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমে 1879 টাকা করা হয়েছে যা মার্চ মাস অব্দি ছিল 1911 টাকা। অর্থাৎ কলকাতায় 32 টাকা দাম কমেছে।
শুধু কলকাতা নয় দেশের একাধিক জায়গায় গ্যাসের দাম কমেছে (LPG Gas). দিল্লি, মুম্বাই, চেন্নাইতে এই বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে 30.5 টাকা যা আবার কোথায় কোথাও কমেছে 31.50 টাকাও। বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি রান্নার গ্যাসের দামও কমেছে। প্রধান মন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত ব্যাক্তিরা বছরে 14 কেজি রান্নার গ্যাসের ওপরে 300 টাকা ছাড় পাচ্ছিলেন।
যার মেয়াদ ছিল 2024 এর মার্চ মাস অব্দি এই মেয়াদ বাড়িয়ে 2025 এর 31 এ মার্চ অব্দি ধার্য করা হলো। এছাড়া 5 কেজির ফ্রী ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম 7.5 টাকা করে কমেছে যা মার্চ মাস অব্দি 308.50 টাকায় বিক্রি করা হচ্ছিলো।
আপনি কি ফ্রী গ্যাস সিলিন্ডার পেতে চান? কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে এখনই আবেদন করুন।
সুতরাং লোকসভা ভোটের আগে প্রায় সব ধরনের গ্যাসের দামই কমানো হলো সরকারের তরফ থেকে। মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই বিশ্ববাজারে গ্যাসের দাম বাড়ার সত্ত্বেও দেশে আমজনতার মদ্ধ্যে এর কোনো প্রভাব পড়েনি। দেশের অর্থনৈতিক ও শিক্ষা ও চাকরি সম্পর্কিত ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।